পঞ্চ পান্ডবের বিষাদমাখা সেঞ্চুরি

ছবি: মাশরাফি ও সাকিব

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডন্ট ||
পাঁচ সিনিয়র কি মিরপুরের হোম অব ক্রিকেটে শেষবারের মত খেলে ফেললেন? যদি তাই হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল সময়ের পাঁচ কারিগর শেষবারের মতো মিরপুর ছাড়লেন হার নিয়ে।
বাংলাদেশ ক্রিকেটে এই পাঁচ ক্রিকেটের প্রভাব সরল করে বুঝিয়ে দিতে একটি পরিসংখ্যানই যথেষ্ট। এই পাঁচ ক্রিকেটার জুটি বেঁধে এক দলে খেলা শুরু করার আগে বাংলাদেশের জয় হার ছিল ১৮ শতাংশ। সেখান থেকে এই পাঁচ ক্রিকেটারের কাঁধে ভর করে ৪৩ শতাংশ ম্যাচ জিতেছে বাংলাদেশ।

মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ সহ পাঁচ তারকায় মোড়ানো বাংলাদেশ ক্রিকেটের আকাশ থেকে সময়ের সাথে সাথে একটি তারকা হারিয়ে যাচ্ছে। একসাথে খেলা শতমত ম্যাচটি আরও রাঙ্গিয়ে তুলতে পাঁচজনই প্রাণপণ চেষ্টা করেছেন।
ব্যাট হাতে তামিম, মুশফিকের পর সাকিব ও মাহমুদুল্লাহর লড়াইয়ের পর মাশরাফি-সাকিবের বল হাতে সর্বোচ্চ চেষ্টা করা তারই প্রমান রাখে। শেষ ওভারের ম্যাচটি উইন্ডিজ দল ৪ উইকেটে জিতে নেয়ায় বিশেষ মুহূর্ত রাঙ্গানো হলো না পাঁচ সিনিয়রের।
'হ্যাঁ, জিতলে অবশ্যই ভালো হতো,' দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারের পর বলেছেন মাশরাফি।
'বিশেষ করে সিরিজটা জিতে যেতে পারতাম। এই এদিক থেকে অবশ্যই ভালো হতো। পাঁচ জন ১০০তম ম্যাচ খেলছি। আসলে সব তো মানুষের হাতে থাকে না। আমরা যেই পরিকল্পনা গুলো করার চেষ্টা করেছি সেটা করতে পারি নি। যদিও ৪-৫ জন ভালো খেলেছে। আরেকটু যদি টেনে নিয়ে যেত, ওই ভুল গুলো যদি না হতো, তাহলে হয়তো আমরা জয় পেতে পারতাম।'
একের পর এক মাইলফলক গুলো নতুন করে মাশরাফির ক্যারিয়ারের পড়ন্ত বেলার বাস্তবতা মনে করিয়ে দেয়। মাশরাফির ভাষায়, 'এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, একদিন না একদিন যেতে হবে এটা খুব স্বাভাবিক। যেমন টি-টুয়েন্টি থেকে প্রায় বছর খানিক হয়ে গেছে বলে গেছি। এখন ওয়ানডে খেলছি, আর কিছুদিন হয়তো খেলবো। আসলে নিশ্চিত করে শেষ ম্যাচ কিনা সেটা বলা কঠিন।'