যেকোনো মুহূর্তে ছেড়ে দিতে পারিঃ মাশরাফি

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে শরীর, মানসিকতা ক্রিকেট খেলাকে সায় দিলে এরপরে ক্যারিয়ার আরও লম্বা করবেন এমনটাও বলেছিলেন।
ধারণা করা হচ্ছিল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবারই শেষ ম্যাচ খেলছেন মাশরাফি, কেননা সামনের বছরের বিশ্বকাপ পর্যন্ত হোম অফ ক্রিকেটে আর কোন ওয়ানডে খেলার কথা নয় বাংলাদেশের।
তবে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে নিজের অবসরের বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছেন অধিনায়ক। মঙ্গলবার জানিয়েছেন, যেকোনো সময়ই ক্রিকেট ছেড়ে দিতে পারেন তিনি।

'আসলে একেবারে শেষ ম্যাচ কিনা সেটা বলা কঠিন। কারণ আমি অনেকবার আপনাদের সামনে বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে কাজ করি না। এমনও হতে পারে পরের ম্যাচ বা তার পরের ম্যাচ খেলে যদি মনে হয় ভালো লাগছে তাহলে ছেড়েও দিতে পারি।
'আমি আসলে আমার তাৎক্ষনিক সিদ্ধান্তের উপরেই চলি। এভাবে কিছু বলা আমার জন্যও কঠিন। কারণ আমি চিন্তাও করি না। তবে এই জিনিস গুলো আমার জন্য অবশ্যই আবেগের।'
উল্লেখ্য, টি-টুয়েন্টি ফরম্যাট থেকেও হঠাৎ করেই অবসর নিয়েছিলেন মাশরাফি। আবেগের সিদ্ধান্ত নিতে কষ্ট হলেও অধিনায়ক প্রস্তুত থাকবেন যেকোনো বাস্তবতা মোকাবেলায়।
'এটা খুব স্বাভাবিক, এটা একটা প্রক্রিয়া। একদিন না একদিন যেতে হবে এটা খুব স্বাভাবিক। যেমন টি-টুয়েন্টি থেকে প্রায় বছর খানেক হয়ে গেছে সরে এসেছি। এখন ওয়ানডে খেলছি, আর কিছুদিন হয়তো খেলব'
এদিকে এই ম্যাচটিকে মিরপুরে মাশরাফির শেষ ম্যাচ ভেবে অনেক দর্শকই কান্নায় ভেঙে পড়েছেন ম্যাচ শেষে। এই বিষয়ে অধিনায়কের প্রতিক্রিয়া,
'খুবই স্বাভাবিক আমরা একটু আবেগি। এই জিনিস গুলো অবশ্যই স্পর্শ করবে খুব স্বাভাবিক। ওই জিনিস গুলো আমার সামনে ঘটলে আমিও অনুভব করতাম।
'এটা অবশ্যই ভালো লাগা যেমন তার থেকে খারাপও লাগে। আমার জন্যেও, তাদের জন্যেও। এটা যত ভালো অনুভূতি হোক অবশ্যই কিছুটা খারাপও লাগে।'