আমরা ক্যাচ মিসের খেসারৎ দিয়েছিঃ মাশরাফি
ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শেষ ওভারে নিষ্পত্তি হয়েছে। উইন্ডিজ জিতেছে ৪ উইকেটের ব্যবধানে। এর ফলে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ক্যারিবিয়ানরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন ক্যাচ মিসের খেসারৎ দিয়েছে তাঁর দল। তবে সিরিজের শেষ ম্যাচে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
"শেষ পর্যন্ত এটি ৫০-৫০ ম্যাচ ছিল, কিন্তু আমরা চাপটা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। এটি একটি ভাল ম্যাচ ছিল, আশা করছি আমরা পরের খেলায় আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমরা মাঝের ওভারে অনেক উইকেট হারিয়ে ফেলেছি এবং ক্যাচ ফেলার খেসারৎ দিতে হয়েছে এই ম্যাচে।"

ম্যাচের শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে কিমো পলের ক্যাচ মিস করেছেন লিটনের বদলি হিসেবে ফিল্ডিং করতে নামা নাজমুল ইসলাম অপু। তাছাড়া ইমরুল কায়েস একবার জীবণ দিয়েছেন হ্যাটমিয়ারকে।
এই ম্যাচে শাই হোপ ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়কও এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের প্রশংসা করেছেন।
"তারা ভালো ব্যাট করেছে, তাকে (শাই হোপ) ক্রেডিট দিতে হয়। সে স্নায়ুচাপ ধরে রেখে চমৎকার ভাবে শেষ করেছে।"
এই ম্যাচে হারের জন্য দলের বোলারদের দোষ দিচ্ছেন না মাশরাফি। তিনি মনে করেন বল হাতে ঠিক ভাবেই শুরু করেছিল বাংলাদেশ। তবে উইকেট ব্যাটসম্যানদের পক্ষে যাওয়ায় ম্যাচ হারতে হয়েছে।
"২৫ ওভার পর্যন্ত আমাদের ব্যাটিং ঠিক ছিল। বল হাতেও আমরা দারুণ শুরু করেছিলাম। কিন্তু উইকেট ব্যাটসম্যানদের পক্ষে ছিল।"