সেমিতে সোহানদের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলংকা

ছবি: ছবিঃ এসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
এবার জানা গেল সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলংকা অনূর্ধ্ব-২৩ দল। ১৩ই ডিসেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল।

একই দিনক্ষণে আসরের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের অনূর্ধ্ব-২৩ দল। সেই ম্যাচটি হবে কলম্বোর কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।
এরপরে আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ই ডিসেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। উল্লেখ্য, ইমার্জিং এশিয়া কাপে বেশ দাপটের সঙ্গেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই আরব আমিরাতের কাছে ৯৭ রানের বড় ব্যবধানে হেরেছে। এরপরের ম্যাচে হংকংকে ২৮ রানে হারিয়েছে সোহানরা।
তারপরে পাকিস্তানের সঙ্গে ব্যাটিং, বোলিং,ফিল্ডিং- তিন বিভাগে ভালো করেই ম্যাচ জিতেছে টাইগাররা।