promotional_ad

সাদমানের ফিফটি, তাইবুরের ব্যাটে তাকিয়ে মধ্যাঞ্চল

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। প্রথম দিনে দলের ব্যাটসম্যানদের বড় ইনিংসের অভাবে অল্পতেই খুশি থাকতে হয়েছে মধ্যাঞ্চলকে।


দিনের শেষপর্যন্ত আট উইকেটে হারিয়ে ২৩৪ রান করেছে টসে হেরে ব্যাটিংয়ে নামা মধ্যাঞ্চল। উইকেটে ৪৩ রানে অপরাজিত আছেন তাইবুর রহমান। সঙ্গী ইয়াসিন আরাফাত আছেন ৫* রানে।


কিন্তু দিনের শুরুতে চাপে ছিল মধ্যাঞ্চল। দলীয় ১৩ রানেই ওপেনার পিনাক ঘোষকে হারায় তাঁরা। মেহেদি হাসানের বলে সরাসরি বোল্ড হয়ে মাত্র ৯ রান করে সাজঘরে ফিরে যান পিনাক। 


এরপর তিনে নামা আব্দুল মজিদ ফেরেন খালি হাতে। তিন বল মোকাবেলা করে আল-আমিন হোসেনের বলে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলের রান তখন ১৬, মধ্যাঞ্চল হারিয়েছে দুটি উইকেট।



promotional_ad

চাপে থাকা দলটিকে স্বস্তিতে ফেরান ওপেনার সাদমান ইসলাম এবং মার্শাল আইয়ুব। ব্যাট হাতে দলকে দারুণভাবে এগিয়ে নিয়েছেন এই দুজন। গড়েছেন ৮৫ রানের জুটিও।


দারুণ খেলতে থাকা সাদমান-মার্শালের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। মার্শাল আইয়ুবকে ৪৪ রানে ফিরিয়েছেন তিনি। আইয়ুব অর্ধশতক না পেলেও অর্ধশতক পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। কিন্তু বেশীক্ষণ থাকা হয়নি তাঁর। 


ছয়টি চারে ৬০ রান করে রান আউট হয়ে ফিরেছেন তিনি। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মধ্যাঞ্চল। অধিনায়ক শুভাগত হোম (২৭), জাকের আলি (১৯), মোশাররফ হোসেন (২১) ও রবিউল হকের (০) কেউই থিতু হতে পারেননি উইকেটে।


দক্ষিণাঞ্চলের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আল আমিন হোসেন। দুটি করে উইকেটের দেখা পেয়েছেন মেহেদি হাসান এবং আব্দুর রাজ্জাক।


প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ



টসঃ দক্ষিণাঞ্চল (ফিল্ডিং)
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৩৪/৮ (৯২ ওভার)
(সাদমান ৬০, মার্শাল ৪৪, তাইবুর ৪৩*; আল-আমিন ৩/৫১, মেহেদি ২/৫০)


মধ্যাঞ্চল একাদশঃ সাদমান ইসলাম, পিনাক ঘোষ, আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, রবিউল হক, ইয়াসির আরাফাত, জাকের আলি (উইকেটরক্ষক), মোশাররফ হোসেন, আরাফাত সানি।


দক্ষিণাঞ্চল একাদশঃ শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বি, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, আল-আমিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball