শূন্য রানে ফিরলেন ইমরুল

ছবি: ইমরুল কায়েস, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৮/১ (৪ ওভার) (তামিম-৪ *, মুশফিক- ৫*)
টসঃ উইন্ডিজ (ফিল্ডিং)
শূন্য রানে ইমরুলের বিদায়ঃ
ওশানে থমাসের চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফসাইডের কিছুটা বাইরেই ছিলো। কিন্তু বলটি ইমরুল কায়েসের ব্যাটের কোনায় লেগে ধরা পড়ে উইকেটরক্ষক শাই হোপের হাতে। ফলে বিনা রানেই ফিরতে হলো ইমরুলকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ১৮ রান।

ইনজুরিতে লিটনঃ
উইন্ডিজ পেসার ওশানে থমাসের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ঠেকাতে গিয়ে পিছনের গোড়ালিতে লাগে ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাসের। এরপর কিছুক্ষণ মাঠে বসে থাকতে দেখা যায় তাঁকে।পরবর্তীতে পায়ের আঘাত নিয়েই মাঠ ছাড়েন তিনি। লিটনের বদলে বর্তমানে ক্রিজে নামেন ইমরুল কায়েস।
ব্যাটিংয়ে বাংলাদেশঃ
উইন্ডিজদের বিপক্ষে আজ শুরুতে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এরপর শুরুতে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন কুমার দাস।
উল্লেখ্য প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর আজ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে মাশরাফি বিন মর্তুজার দল। তবে একটি পরিবর্তন এসেছে উইন্ডিজ দলে। কাইরন পাওয়েলের পরিবর্তে আজ খেলছেন চন্দরপল হেমরাজ।
বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্??াফিজুর রহমান, রুবেল হোসেন।
উইন্ডিজ একাদশঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, রস্টন চেজ, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কিমার রোচ, কিমো পল, ওশানে থমাস।