ব্যাটিংয়ে নেমেছেন দুই ওপেনার

ছবি: লিটন ও তামিম, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ০/০ (তামিম- ০*, লিটন- ০*)
টসঃ উইন্ডিজ (ফিল্ডিং)

ব্যাটিংয়ে বাংলাদেশঃ
উইন্ডিজদের বিপক্ষে আজ শুরুতে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ক্রিজে নেমেছেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন কুমার দাস। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও রানের খাতা খোলেননি কেউই।
উল্লেখ্য প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর আজ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে মাশরাফি বিন মর্তুজার দল। তবে একটি পরিবর্তন এসেছে উইন্ডিজ দলে। কাইরন পাওয়েলের পরিবর্তে আজ খেলছেন চন্দরপল হেমরাজ।
বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
উইন্ডিজ একাদশঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, রস্টন চেজ, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কিমার রোচ, কিমো পল, ওশানে থমাস।