তিন পেসার তত্ত্বেই বিশ্বাসী থাকছে বাংলাদেশ

ছবি: বাংলাদেশ দল, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে একটু পরেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর উইন্ডিজদের বিপক্ষে আজকের এই ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের উল্লাসে মাতবে মাশরাফি বাহিনী।
সিরিজ নিশ্চিত করার এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে টাইগাররা। গত ম্যাচে তিন বিভাগেই দারুণ পারফর্মেন্স করে ৫ উইকেটের জয় পাওয়ায় সেই একাদশটিই আজ মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অর্থাৎ গত ম্যাচের মতো আজও মাশরাফির সাথে দুই পেসার হিসেবে থাকছেন রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। অপরদিকে স্পিনারদের মধ্যে সাকিব আল হাসানের সাথে আছেন মেহেদি হাসান মিরাজ।

অপরদিকে উইন্ডিজ দলে একটি পরিবর্তন এসেছে আজ। কাইরন পাওয়েলের পরিবর্তে এই ম্যাচে খেলবেন চন্দরপল হেমরাজ।
বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
উইন্ডিজ একাদশঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, রস্টন চেজ, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কিমার রোচ, কিমো পল, ওশানে থমাস।