promotional_ad

ইংলিশদের জার্সিতে বিশ্বকাপ খেলবেন আর্চার?

জফরা আর্চার, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী মাসে অনুষ্ঠিতব্য উইন্ডিজ সিরিজে ইংল্যান্ডের হয়ে খেলা হচ্ছে না ক্যারিবিয়ান বংশোদ্ভূত জফরা আর্চারের। তবে এই সফরে ১৬ সদস্যের ইংল্যান্ড স্কোয়াডে জায়গা না পেলেও ইংলিশদের হয়ে আগামী বিশ্বকাপে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। ইংল্যান্ড দলের নির্বাচক এড স্মিথ জানিয়েছেন এমনটাই।  


উইন্ডিজদের বিপক্ষে স্কোয়াড ঘোষণার পর স্মিথ জানিয়েছেন বিশ্বকাপের জন্য উপযুক্ত হলে অবশ্যই আর্চারকে বিবেচনায় আনবেন তাঁরা। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার প্রসঙ্গে ইংলিশ নির্বাচক সাংবাদিকদের বলেছেন, 



promotional_ad

'যদি এখানে অন্য ক্রিকেটাররাও থাকে যারা খেলার জন্য উপযোগী  এবং আমরা যদি মনে করি তাঁরা বিবেচনার যোগ্য তাহলে অবশ্যই আমরা তাঁদেরকে বিবেচনায় আনবো। চেষ্টা করবো সিদ্ধান্ত নিতে ক্রমান্বয়ে।' 


আর্চার প্রসঙ্গে এড স্মিথ আরও বলেছেন,  'সত্যি কথা বলতে, আমি কোনও সম্ভাবনাই উড়িয়ে দিতে পারবো না। আমি আসলে এই তত্ত্বে বিশ্বাসী নই।' 


উল্লেখ্য কয়েকদিন আগে অভিবাসী ক্রিকেটারদের ক্ষেত্রে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন নিয়ম চালু করেছে। যেখানে ইংল্যান্ডের হয়ে খেলতে হলে বাইরের দেশের কোনও ক্রিকেটারকে অন্তত থাকতে হবে ৩ বছর। এর আগে এই সময়সীমা ছিলো ৭ বছর।



নতুন এই নিয়মের ফলেই ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে অবস্থান করা আর্চারের সামনে সুযোগ সৃষ্টি হয়েছে ইংলিশদের হয়ে খেলার। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের জার্সিতে খেলার জন্য আগামী বছরের মার্চেই ইসিবির নিকট আবেদন করবেন তিনি। 


আগামী বছরের মার্চে উইন্ডিজদের বিপক্ষে তৃতীয় টি টুয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর পর পরই বিশ্বকাপ প্রস্তুতিতে নামবে তারা। এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে এপ্রিলেই।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball