আর কেউ স্মিথ-ওয়ার্নার না হোক- কোহলি

ছবি: ওয়ার্নার ও স্মিথ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ দুই অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের সাথে যে ব্যবহার করা হয়েছে তা মোটেই যথাযথ ছিলো না বলে বিশ্বাস করেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।
ফক্স ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ার্নার এবং স্মিথ প্রসঙ্গে কোহলি জানিয়েছেন এই দুই ক্রিকেটারের সাথে মানুষ যেরূপ ব্যবহার করেছে তাতে যথেষ্ট ব্যথিত তিনি। এই অনুভূতিকে বেদনাদায়ক হিসেবে আখ্যা দিয়ে ভারতের এই অধিনায়ক বলেছেন,
'তাঁদের (স্মিথ ও ওয়ার্নার) সাথে যেরূপ ব্যবহার করা হয়েছে এবং যেভাবে তাঁদেরকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানানো হয়েছে তা আমাকে ব্যাথিত করেছে। এই অনুভূতি আমার জন্য অনেক বেদনাদায়ক।'

স্মিথ এবং ওয়ার্নারকে আগে থেকে চেনার কারণেই কিনা এই বিষয়টি বেশি পোড়াচ্ছে কোহলিকে। সাক্ষাৎকারে সেই বক্তব্যও তুলে ধরেছেন তিনি,
'এটি প্রত্যক্ষ করা আসলেই অনেক খারাপ লাগার বিষয়। আপনি কখনোই এমন কাউকে এই পরিস্থতিতে দেখতে চাইবেন না যাদের আপনি চেনেন। আমি ডেভিড এবং স্টিভকে ভালো করেই চিনি,' বলেন কোহলি।
একজন ক্রিকেটার হিসেবে এই অভিজ্ঞতার সম্মুখীন কখনোই হতে চাইবেন না বলেও উল্লেখ করেছেন কোহলি। স্মিথ এবং ওয়ার্নার প্রসঙ্গে ভারতের রান মেশিন খ্যাত এই ব্যাটসম্যান আরও বলেছেন,
'আমার এই সিদ্ধান্তের ব্যাপারে মন্তব্য করা ঠিক না, কিন্তু মানুষের সাথে এরূপ ব্যবহার করা আমার মতে অনেক বেশি দৃষ্টিকটু। আমি একজন ক্রিকেটার হিসেবে এই ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হতে চাইবো না কখনোই।'
উল্লেখ্য চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিং ইস্যুতে জড়িয়ে পড়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। পরবর্তীতে ব্যানক্রফটকে ৯ মাস এবং স্মিথ ও ওয়ার্নারকে আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।