promotional_ad

উইন্ডিজ সফরের দল ঘোষণা ইংল্যান্ডের

ইংল্যান্ড দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আসন্ন উইন্ডিজ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টেস্ট সিরিজের দলে ডাকা হয়েছে ১৬ জন ক্রিকেটারকে।


আর ওয়ানডে সিরিজের দলে রয়েছেন ১৫ জন ক্রিকেটার।  মুলত, সবশেষ শ্রীলঙ্কা সফরের টেস্ট দলটাকেই ধরে রেখেছে ইসিবি। তবে ওয়ানডে দলে এসেছে কিছু পরিবর্তন। ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিয়াম ডসন, ওলি স্টোন ও স্যাম কুরান।


এদিকে, ইনজুরি কাটিয়ে দীর্ঘ্য ৬ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন ডেভিড উইলি।  আর লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও বিয়ের জন্য তিনটি ম্যাচ খেলেননি লিয়াম প্লাঙ্কেট।


promotional_ad

তাকেও রাখা হয়েছে ওয়ানডে দলে।  ক্যারিবিয়ান সফরে টেস্টে ইংল্যান্ডের স্পিন বোলিং আক্রমণে থাকবেন শ্রীলঙ্কা সফরে বল হাতে দারুণ সফল হওয়া তিন স্পিনার মঈন আলী, আদিল রশিদ ও জ্যাক লিচ।


অভিষেক টেস্টে সেঞ্চুরি করে সিরিজ সেরার পুরস্কার জেতা উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে আছেন। শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে তিনি ছিলেন না।


তবে জনি বেয়ারস্টোর ইনজুরিতে দলে ডাক পেয়েছিলেন তিনি। এদিকে, ওলি স্টোন লঙ্কানদের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর।


ফলে, উইন্ডিজ সিরিজে টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। আসন্ন এই সফরে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড-উইন্ডিজ।


ইংল্যান্ড টেস্ট দলঃ জো রুট (অধিনায়ক), মঈন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, বেন ফোকস, কেটন জেনিংস, জ্যাক লিচ, আদিল রশিদ, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস।


ইংল্যান্ডের ওয়ানডে দলঃ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball