মাঠে নামলেই বাশারকে ছোঁবেন মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মঙ্গলবার উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডে হাবিবুল বাশারের পাশে উঠে আসবেন মাশরাফি বিন মর্তুজা।
অবসরের আগে বাংলাদেশকে মোট ৬৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

অপরদিকে এখন পর্যন্ত ৬৮টি ওয়ানডেতে মাশরাফির অধীনে খেলেছে টাইগাররা। উইন্ডিজদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে দিয়ে বাশারকে টপকেও যাবেন নড়াইল এক্সপ্রেস।
এদিকে এরই মধ্যে অধিনায়ক হিসেবে জয়ের সংখ্যার দিক থেকে বাশারকে ছাড়িয়ে গিয়েছেন মাশরাফি। এখন পর্যন্ত তাঁর অধীনে মোট ৬৮টি ম্যাচের ৩৯টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যেখানে বাশারের নেতৃত্বে টাইগারদের জয়ের সংখ্যা ছিলো ২৯টি।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তাঁর অধীনে ৪৯টি ম্যাচে মাঠে নেমেছিলো টাইগাররা। যেখানে জয়ের সংখ্যা ২৩টি। সাকিবের পরের দুইটি স্থানে আছেন যথাক্রমে মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম।
৩৮টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা ছিলো সাবেক অধিনায়ক আশরাফুলের। যেখানে মাত্র ৮টিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা।
জয়ের সংখ্যার দিক থেকে অবশ্য আশরাফুলের দিক থেকে এগিয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। ৩৭টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ১১টিতে জয় এনে দিয়েছিলেন তিনি।