ওয়ানডেতে তিন স্পিনার চান যোশি

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরের মাটিতে টেস্ট দলে তিন স্পিনার খেলানোকে এখন একটি সংস্কৃতিতে পরিণত করেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তো কোন পেসারই ছিলেন না একাদশে!
সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের পাশাপাশি খেলেছেন নাঈম হাসান। অপরদিকে ওয়ানডেতে নিয়মিতই দেখা গিয়েছে বিপরীত চিত্র। দেশে বা দেশের বাইরে কমপক্ষে তিন পেসার থাকছেই একাদশে।

ওয়ানডেতে কি কখনো সাকিব, মিরাজের পাশাপাশি তৃতীয় স্পিনার খেলানো সম্ভব? জাতীয় দলের স্পিন বোলিং কোচ সুনিল যোশি মনে করছেন, সম্ভব হলে ওয়ানডেতেও তিন স্পিনার খেলানো যায় টাইগার একাদশে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন সাবেক ভারতীয় এই স্পিনার; 'যদি সুযোগ থাকে, তাহলে কেন নয়?'
তবে এই মুহূর্তে জাতীয় দলে একজন রিস্ট স্পিনারের অভাব বোধ করছেন যোশি। দলে বিশ্বমানের ব্যাটসম্যান, অলরাউন্ডার, পেসার বা অফস্পিনার সবই আছে, নেই কেবল একজন মানসম্পন্ন রিস্ট স্পিনার।
কিন্তু একজন রিস্ট স্পিনার দলে থাকলে ভ্যারিয়েশনের দিক দিয়ে অনেক এগিয়ে যেতো বাংলাদেশ, মনে করছেন যোশি।
'আমাদের যদি ভালো কোন রিস্ট স্পিনার থাকতো তাহলে আমরা সেই রিস্ট স্পিনারকেও খেলাতাম। আন্তর্জাতিক ক্রিকেটে এখন এই কম্বিনেশনটা যেকোনো দলে খুব বেশি দরকার, যা ভ্যারিয়েশন এনে দিবে।'