দক্ষিন আফ্রিকার লীগেও ফিক্সিং কেলেঙ্কারি

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি লীগ এমজানসি সুপার লীগ থেকে শুক্রবার জুয়াড়ি সন্দেহে দুইজনকে আটক করেছে দক্ষিন আফ্রিকার পুলিশ। শুক্রবার ডারবান হিট এবং জজি স্টার্সের ম্যাচ চলাকালীন সময় তাঁদের আটক করা হয়।
আয়োজক কমিটি দুই জুয়াড়িকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে। সে সঙ্গে তাঁদেরকে মাঠে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানা গিয়েছে। দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরে জানিয়েছেন,

টুর্নামেন্টের আয়োজক কমিটি শুরু থেকেই এসব বিষয় নিয়ে তৎপর। অ্যান্টি করাপশন প্রোটকল বিষয়গুলি তদারকি করছে। আটককৃতদের আপাতত আজীবন নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন,
'প্রোটকল মোতাবেক মাঠের মধ্যে জুয়াড় সাথে জরিত কাওকে দেখতে পেলেই সাথে সাথে তাঁকে আটক করা হবে। আমাদের কমিটি এসব বিষয় নিয়ে তৎপর। এমন ঘটনা ঘটলে তাঁদেরকয়ে তাঁদেরকে স্টেডিয়াম থেকেও সরিয়ে নেয়া হবে।'
আতটকৃত দুজনই ব্রিটিশ নাগরিগ বলে নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। টুর্নামেন্ট চলাকালীন সময় এই নিয়ে দ্বিতীয় বারের মতো এমন কান্ড ঘটেছিল।
টুর্নামেন্টের শুরুতেও এই দুজনকে জুয়াড়ি সন্দেহে আটক করা হয়েছিল। ১৮ই নভেম্বর এই দুজনকে জুয়াড়ি সন্দেহে আটক করার পর পরবর্তীতে ছেঁড়ে দেয়া হয়েছিল বলে জানা গিয়েছে।