promotional_ad

পুজারাই পার্থক্য গড়ে দিয়েছেনঃ পেইন

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাডিলেড টেস্টে হারের পর অস্ট্রেলিয়ার দলপতি টিম পেইন জানিয়েছেন, দুই দলের মধ্যে পার্থক্য গড়েছেন ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। সেই সঙ্গে তাঁর ব্যাটিং দেখে অস্ট্রেলিয়া দলের অনেক কিছু শিখার আছে বলেও মন্তব্য করেছেন তিনি। 


প্রথম ইনিংসে ভারত ৪১ রানে ৪ উইকেট হারিয়ে যখন ব্যাকফুটে ছিল তখন রোহিত শর্মার সঙ্গে জুটি গড়ে দলকে বাঁচিয়েছেন পুজারা। এরপর রোহিত ফিরলেও বাকি ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে ১২৩ রানের নজরকাড়া এক ইনিংস উপহার দেন তিনি।


এরপর দ্বিতীয় ইনিংসেও হাল ধরে খেলেছেন। সেঞ্চুরি হাঁকাতে না পারলেও দলের প্রয়োজন স্কোরবোর্ডে যোগ করেছেন ৭১ রান। তাই পেইন মনে করেন দুই ইনিংসে পুজারার দৃষ্টিনন্দন ব্যাটিংই পার্থক্য গড়েছে ম্যাচের। তাঁর ভাষায়,


promotional_ad

‘দুই দলের মাঝে সত্যি বলতে পার্থক্য ছিলেন পূজারাই। টপ অর্ডারের ব্যাটসম্যানরা অনেক লম্বা সময় ক্রিজে থাকবেন, তাদের কেউ সেঞ্চুরি করবেন, এটাই আমরা চাই।


পূজারা তার দলে ঠিক সেই কাজটাই করেছেন। তাঁকে আউট করতে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। তার ব্যাটিং দেখে আমাদের অনেক কিছু শেখার আছে।’


এদিকে এর আগের বার অস্ট্রেলিয়ার মাটিতে ৮ ইনিংসে মাত্র ১টি ফিফটি হাঁকিয়েছিলেন পুজারা। এবার প্রথম দুই ইনিংসেই পেয়েছেন বড় স্কোর। আর পুজারার কাছে প্রথম ইনিংসের সেঞ্চুরিটি ছিল ক্যারিয়ারের সেরা পাঁচ ইনিংসের মধ্যে একটি।


ব্যাট হাতে সফলতার পেছনে নিজের প্রস্তুতিকেই গুরুত্ব দিচ্ছেন পুজারা। অস্ট্রেলিয়ার মাটিতে সফল হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েই এসেছে। তবে প্রথম টেস্টে যেসব ভুল হয়েছে সেগুল দ্বিতীয় টেস্টের আগেই শুধরে ফেলতে চান পুজারা এবং তাঁর দল। পুজারা জানান,


‘প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমি জানতাম অস্ট্রেলিয়ার পিচে কী বাধা আসতে পারে। প্রথম ইনিংসের সেঞ্চুরিটা বিশেষ ইনিংস ছিল আমার জন্য। তবে টেস্ট জয়ের কৃতিত্বটা আমি বোলারদের দিতে চাই।


প্রথম ইনিংসে পাওয়া ১৫ রানের লিডটাই সবার মনোবল বাড়িয়ে দিয়েছিল। দলের অন্যদের আত্মবিশ্বাস আমাকে অনেক সাহায্য করেছে। তবে এই টেস্টের ভুল থেকে শিক্ষা নিতে হবে, ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা আছে সবারই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball