promotional_ad

কোহলির কাছে পূজারার ইনিংস 'অমূল্য'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব চেতেশ্বর পূজারাকে দিয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। প্রথম ইনিংসে পূজারার খেলা ১২৩ রানের দুর্দান্ত ইনিংসই ম্যাচের সুর বদলে দিয়েছে বলে মনে করছেন কোহলি।


প্রথম দিনে ৪১ রানের মধ্যে ভারতের যখন চারটি উইকেট নেই তখনই ভারতকে ম্যাচে ফিরিয়েছেন পূজারা। দ্বিতীয় ইনিংসেও দুইটি বড় জুটি (কোহলি এবং রাহানের সঙ্গে) গড়ে ভারতের জয়ের ভিত গড়েছেন পূজারা।   


'যেভাবে আমরা ম্যাচে ফিরেছি এটা অবশ্যই বিশেষ কিছু। চল্লিশ রানে আমাদের চার উইকেট ছিলনা আর সেখান থেকেই আমরা ম্যাচে ফিরেছি, ২৫০ রানও করেছি যা ছিল অনেক গুরুত্বপূর্ণ।



promotional_ad

'প্রথম দিনের লাঞ্চে যাওয়ার আগে আমাদের অবস্থা ভালো ছিলো না। তাঁর (পূজারা) বিশ্বাস, একাগ্রতা আমাদের খেলায় রেখেছিলো এবং সে দারুণভাবে আমাদের ম্যাচে ফিরিয়েছিল।' 


উল্লেখ্য, বিদেশের মাটিতে নিজেদের প্রথম ইনিংসে ৫০ রানের নিচে চার উইকেট হারিয়ে এবারই প্রথমবার জিতেছে ভারত। এছাড়া ২০০০ সালের পর অ্যাডিলেডে ভারতই একমাত্র দল যারা স্বাগতিকদের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচে জিতেছে। 


৩১ রানে জেতা সদ্য সমাপ্ত ম্যাচটিতে পূজারার দ্বিতীয় ইনিংসে ৭১ রানের গুরুত্ব বোঝানোর সময় কোহলি আরও জানান, 


'দ্বিতীয় দিনে ম্যাচ সমবস্থায় ছিল। স্কোর বোর্ডে রান উঠেছিল। আমরা জানতাম অস্ট্রেলিয়া ঘরের মাঠে খেলছে এবং তাঁরা সুযোগের অপেক্ষায় আছে। যেকোনো লিডই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় ইনিংসে আমরা এই সুযোগটাই নিয়েছি। পূজারা-রাহানের জুটি সহ আরেকটি জুটি আমাদের ম্যাচে এগিয়ে নিয়েছে।'



তবে এই ম্যাচটিতে উল্লেখ করার মতো পারফর্মেন্স ছিল ভারতীয় বোলারদের। ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দন অশ্বিন ও মোহাম্মদ শামি- প্রত্যেকেই পেয়েছেন উইকেটের দেখা। 


বোলারদের কৃতিত্ব দিতে ভুল করেননি ভারতীয় দলপতি; 'টেস্ট ম্যাচটি জেতায় বোলারদের অবশ্যই কৃতিত্ব থাকছে তাঁদের অলআউট করে দেওয়ার জন্য। ১৫ রানের লিড পাওয়াটা আমাদের জন্য মনস্তাত্তিক ভাবে এগিয়ে থাকা। 


'এটাই আমাদের মধ্যে বিশ্বাস এনেছে যে আমরা দ্বিতীয় ইনিংসে জুটি গড়তে পারি এবং ভালো ব্যাটিং করতে পারি। আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস রাখাটাই অনেক বেশি কাজে দিয়েছে বলে মনে করি।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball