promotional_ad

সিরিজ জয়ে মিরপুরকে মাশরাফির বিদায়?

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মাশরাফি বিন মুর্তজা মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হতে যাচ্ছে মিরপুরের মাঠে মাশরাফির শেষ ম্যাচ।


ঢাকার মাঠে ওয়ানডে ক্যারিয়ারের সিংহভাগ ম্যাচ খেলেছেন মাশরাফি। ওয়ানডে ক্যারিয়ারের মোট ৬৩টি ম্যাচ মিরপুরে খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯৩টি, ঈর্ষনীয় ২৩ গড়ে উইকেট নিয়ে এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।



promotional_ad

১১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। মিরপুরের উইকেট স্পিনারদের সাহায্য করলেও মাশরাফিই এই মাঠে ব্যতিক্রম। ওয়ানডে ক্যারিয়ারে মোট ১২বার ম্যাচ সেরা হওয়া মাশরাফি ৫ বারই ম্যাচ সেরা হয়েছেন মাঠে।


উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেও ম্যাচ সেরা ছিলেন মাশরাফি। দশ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। এবার বিশেষ এই ভেন্যুতে সিরিজ জয় নিশ্চিত করে যেতে চাইবেন অধিনায়ক। ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ম্যাচটিই হবে দেশের মাটিতে মাশরাফির শেষ আন্তর্জাতিক ম্যাচ।



এরপর আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে শেষবারের মত মাশরাফিকে দেখার সুযোগ থাকছে আসন্ন দুই ম্যাচেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball