promotional_ad

ফের ব্রিসবেনের অধিনায়কত্ব পেলেন লিন

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগ ব্যাশের আসন্ন আসরে ব্রিসবেন হিটের হয়ে অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিন। সোমবার তাঁর দল ব্রিসবেন হিট এই ঘোষণাটি দিয়েছে। তিন আসর পর আবার অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত লিন এবং দায়িত্বটি যথাযতভাবে পালন করতে পারবেন বলেও আত্মবিশ্বাসী তিনি।


২০১৫-১৬ আসরেও ব্রিসবেন হিটের হয়ে অধিনায়কত্ব করেছিলেন লিন। দারুণ ব্যাটিং করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তিনি, কিন্তু তাঁর দল পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের এবারের আসরে কুইন্সল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি।



promotional_ad

লিন জানিয়েছেন, নেতৃত্ব দেয়া তাঁর সহজাত বৈশিষ্ট্য এবং তিনি নেতৃত্ব দিতে অনেক উপভোগ করেন। পুনরায় ব্রিসবেনের নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া লিন পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চান।


'হিটের হয়ে অধিনায়কত্বের পূর্ব অভিজ্ঞতা আমি সত্যিই উপভোগ করেছি, কুইন্সল্যান্ডের হয়েও। নেতৃত্ব দেয়া আমার শুরু থেকেই ভালো লাগত এবং আমি আত্মবিশ্বাসী যে আমি বিগ ব্যাশেও তা ভালোভাবেই নিয়ন্ত্রণ করে দেখাতে পারব,' বলেছিলেন লিন।


ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশে সবচেয়ে বেশি ১৫৬০ রানের মালিক লিন এবং একমাত্র ক্রিকেটার যার বিগ ব্যাশে একশটির উপরে ছয় রয়েছে। ২৮ বছর বয়সী লিন তাঁর ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটের টি-টুয়েন্টি ফরম্যাটগুলো ভালোি মাতাচ্ছেন।



আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন লিন, এছাড়া সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ মাতাবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball