সিরিজ শেষ হয়ে যায়নিঃ চেজ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পরে সিরিজের প্রথম ওয়ানডেতেও হার, তারপরেও এতো সহজে হাল ছাড়তে নারাজ উইন্ডিজ অলরাউন্ডার রোস্টন চেজ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে প্রথম ম্যাচের ভুলত্রুটিগুলো নিয়ে বসতে চান দলের সবার সাথে। বাংলাদেশের মাটিতে চলতি সিরিজে এখনও জয়ের দেখা না পেলেও আত্মবিশ্বাসে কমতি নেই চেজের।
'আমরা আমাদের পরিকল্পনা আবারও খতিয়ে দেখব। এই ম্যাচে কোন জায়গায় আমরা হেরে গিয়েছি সেটা দেখব এবং সেখানেই উন্নতি করার চেষ্টা করব।

'আমি বলছিনা আমাদের সিরিজ শেষ হয়ে গিয়েছে। আমরা শক্তভাবেই ফিরতে পারব। ছেলেরা চ্যালেঞ্জের অপেক্ষায়, তা আমি জানি। আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।'
রবিবারের ওয়ানডে ম্যাচে তিন টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের বলে সবমিলিয়ে সাত উইকেট দিয়েছে ক্যারিবিয়ানরা।
অথচ এই ক্যারিবিয়ানদের শক্তিশালী ভাবা হতো পেস বলের বিপরীতেই! সাংবাদিক সম্মেলনে টাইগার পেসারদেরও ভূয়সী প্রশংসা করেছেন উইন্ডিজের এই অলরাউন্ডার।
'আমি যখন ব্যাট করতে গিয়েছি, উইকেট বিবেচনা করে আমার মনে হয়েছে স্পিন খেলার থেকে পেস খেলাটা সেখানে কঠিন ছিল। বাংলাদেশী পেসাররা ভ্যারিয়েশন রেখেই বল করেছে।
'উইকেট অনুযায়ী তাঁরা তাঁদের অপশন কাজে লাগিয়েছে, উইকেটও তাঁদের সাহায্য করেছে। তাঁরা আমাদের ওয়াইড স্পেসে (ফাঁকা জায়গায়) কোন বল দেয়নি। টেস্ট সিরিজে তাঁদের স্পিন বড় ভূমিকা রেখেছিলো, পেসাররা ওয়ানডেতে তাঁদের জাত চিনিয়েছে।'