promotional_ad

এতগুলো ডট বল মেনে নেওয়া কঠিনঃ চেজ

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুরের স্লো উইকেট বুঝতে যথেষ্ট সময় লেগেছে উইন্ডিজ ব্যাটসম্যানদের। ফলে ৫০ ওভার উইকেটে থেকে শেষপর্যন্ত তাঁরা করতে পেরেছে নয় উইকেটে মাত্র ১৯৫ রান।


খেলেছে ১৭১ টি ডট বলও। ম্যাচ হারের কারণ হিসেবে এগুলোই বলেছেন উইন্ডিজ অলরাউন্ডার রোস্টন চেজ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেজ বলেন,



promotional_ad

'উইকেটে আমরা মানিয়ে নিতে পারিনি। স্লো (মন্থর) উইকেট ছিল। আমরা শক্ত উইকেটে কিছু শট খেলেছিলাম। কিন্তু উইকেট খুবই স্লো ছিল। আমাদের ব্যাটসম্যানরা উইকেট বুঝতে অনেক সময় নিয়েছে। এজন্য আমরা অনেক রান করতে পারিনি।


'শুরুতে এবং মাঝের ওভারগুলোতে আমরা কোথায় রান করব সেটাই বুঝতে পারছিলাম না। আমরা রান নিতে পারিনি, এজন্য ১৭১ টি ডট বল হয়েছে, যেমনটা আপনি বলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটা মেনে নেওয়া কঠিন। এমনকি মাঝের ওভারগুলোতে আমরা বাউন্ডারি মারতে পারিনি।'


ব্যাটিংয়ে নামার আগে ২৩০-২৪০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও সফল হয়নি উইন্ডিজ। কম রানে থেমে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে উইন্ডিজ এই অলরাউন্ডার বলেছেন,



'আমরা পর্যাপ্ত রান নিতে পারিনি। উইকেটে ২৩০-২৪০ রানের মতো আসতে পারতো, আমরা তাঁর আগেই থেমেছি এবং খেসারত দিয়েছি। উইকেটে আমাদের দ্রুত মানিয়ে নেওয়া উচিত ছিল।


'যখন ফিল্ডিং চারদিকে ছড়িয়ে যায়, বাংলাদেশীরা তখনও আমাদের চেপে রাখে। যেমন রান নেওয়া দরকার ছিল, তেমনটা আমরা অবশ্যই নিতে পারিনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball