স্পিন ভীতির খেসারত ওয়ানডেতেও দিলো উইন্ডিজ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট সিরিজে টাইগার স্পিনারদের দাপটেই ০-২ ব্যবধানে ধরাশায়ী হয়েছে উইন্ডিজ। দুই ম্যাচের চার ইনিংস মিলে উইন্ডিজের ৪০ উইকেটই নিয়েছিলেন টাইগার স্পিনাররা। এমনকি ঢাকায় দ্বিতীয় টেস্টে কোন পেসারও ছিলেন না বাংলাদেশ দলে!
ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে তাই দুই স্পিনার দিয়েই নিজেদের বোলিং ইনিংস শুরু করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। স্পিন ভীতিতে যেন প্রতিপক্ষ শুরুতেই ভড়কে যায়।

টাইগারদের হয়ে ম্যাচটিতে প্রথম ওভারে বল করেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরপরে দ্বিতীয় ওভারেই বল হাতে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্পিন আক্রমণে ম্যাচ শুরু করার ব্যাপারে মাশরাফির বক্তব্য,
'স্পিনাররা দুই পাশ থেকে শুরুর কথা যেটা বললেন, প্রস্তুতি ম্যাচ যখন খেলছিলাম, বুঝতে পেরেছিলাম ওরা পেস বলটাই চাচ্ছে। তাই টেস্ট ম্যাচে যেহেতু দুই পাশ থেকে স্পিন শুরু হয়েছে।
'আমরা চাচ্ছিলাম ওরা ওই ভীতির ভেতরেই থাকুক। তাই দুইজন স্পিনার দিয়ে শুরু করা। ওরা যেহেতু স্পিন খেলতে কষ্ট করেছে, সেই কষ্টের মধ্যেই কিছুটা সময় রাখা।'
বিশেষ করে অষ্টম ওভারে উইন্ডিজ ওপেনার কিরান পাওয়েলকে যখন সাকিব তাঁর ঘূর্ণিতে ফেরালেন, তখন এই আক্রমণ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন মাশরাফি,
'ভাগ্যবশত সাকিব ব্রেক থ্রু দেয়াটা সুবিধা হয়েছে। মিরাজের মতো একই চাপে সেও রেখেছিল, প্রথম ব্রেক থ্রু ও আনে। আমাদের অনেক উপকার হয়েছিলো ওই সময়ে উইকেটটা পাওয়াতে। স্পিনাররা খুব ভালো বল করেছে শুরুতে।'