টস ভাগ্য বৃথা যাওয়ায় পাওয়েলের আফসোস

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
হোম অফ ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামের ওয়ানডে ম্যাচগুলোতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টস। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতেও সেটা কাজে লাগাতে ব্যর্থ উইন্ডিজ।
ম্যাচ শেষে তাই আফসোসই করতে হল অধিনায়ক রভম্যান পাওয়েলকে। টসে জিতে ব্যাটিং বেঁছে নিয়ে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না তুলতে পারায় হতাশ তিনি। পুরস্কার বিতরণীতে জানিয়েছেন,

'টস জিতেও আমরা সেটা কাজে লাগাতে পারিনি। যেভাবে চেয়েছিলাম সেভাবে আমরা ব্যাট করতে পারিনি। একারণেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছি আমরা।'
উইন্ডিজের হয়ে এদিনে ভালো খেলেছেন ওপেন করতে নামা উইকেটরক্ষক শাই হোপ। ৫৯ বল খেলে ৪৩ রান করে মাশরাফি বিন মর্তুজার বলে ফিরে গিয়েছেন হোপ।
উইকেটে থেকে ৪৮ বল খেলে আশার আলো দেখিয়ে ফিরেছেন মারলন স্যামুয়েলসও (২৫ রান)। এই দুজন উইকেটে টিকতে পারলে ম্যাচের চিত্র বদলাতে পারতো বলে বিশ্বাস উইন্ডিজ অধিনায়কের।
'যারা শুরুটা করতে পেরেছিল এমন উইকেটে তাঁদের উচিত ছিল আরও বেশিক্ষণ উইকেটে থাকা। এই বিষয়ে কথা বলতেই হবে। তবে আমি ভেবেছিলাম উইকেট শেষ পর্যন্ত এমন থাকবে, যা হয়নি।
'এতে কিছুটা অবাক হয়েছি। দলের সিনিয়ররা আমাকে অনেক সাহায্য করেছে। কিন্তু জিততে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে।'