promotional_ad

ফিফটি হল না লিটনের

ছবি-সংগৃহীত
promotional_ad

সংক্ষিপ্ত স্কোর-


উইন্ডিজঃ ৯/১৯৫ (৫০ ওভার) (হোপ- ৪৩, পল- ৩৬) (মাশরাফি- ৩/৩০, মুস্তাফিজ- ৩/৩৫) 


বাংলাদেশঃ ৯৩/৩ (১৯ ওভার) (সাকিব ৪* মুশফিক ১৬*) 


টস- উইন্ডিজ (ব্যাটিং)  


মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী উইন্ডিজরা। সফরকারীদের ছুঁড়ে দেয়া লক্ষ্যে বর্তমানে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। বর্তমানে তাঁদের স্কোর ৩ উইকেটে ৯৩ রান।


সুযোগ নষ্ট করলেন ইমরুলঃ তিন নম্বরে খেলতে নেমে বড় ইনিংস খেলার সুযোগ ছিল ইমরুল কায়েসের সামনে। প্রথম বলে বাউন্ডারিও পেয়েছিলেন তিনি। কিন্তু তামিম আউট হওয়ার পরের ওভারেই অশেন থমাসের ইনসুইং ডিলেভারিতে বোল্ড হয়ে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 


promotional_ad

লিটনের আক্ষেপঃ দুই উইকেট হারনোর পর মুশফিকের সঙ্গে জুটি গড়েই ফিফটি পথে এগোচ্ছিলেন লিটন। মুশফিকের সঙ্গে ৪৭ রানের জুটিও গড়েছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৪১ রানে কিমো পলের বলে বোল্ড আউট হয়ে বিদায় নেন লিটন। 


উইকেট ছুঁড়ে দিলেন তামিমঃ


লিটন জীবন পাওয়ার পর চেজের এক ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছিলেন। সেই সঙ্গে ওভারে ১১ রানও এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই ওভারের শেষ বলে পয়েন্ট অঞ্চলে সহজ ক্যাচ দিয়ে বসেন তামিম ইকবাল। ১২ রান আসে তাঁর ব্যাট থেকে।


জীবন পেলেন লিটনঃ


শুরুটা দেখে শুনে করলেও ইনিংসের সপ্তম ওভারে কিমার রোচকে কবজির মোচড়ে ঘুড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বোলিং লাইনের বাইরে পা ফেলেছেন রোচ। ফলে থার্ড আম্পায়ারের সাহায্যে বলটি নো-বল ঘোষনা দেন আম্পায়ার। জীবন পেয়ে অবশ্য সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন লিটন।


দেখে শুনে শুরু বাংলাদেশেরঃ 


ইনিংসের প্রথম ওভার থেকেই দেখে শুনে খেলছেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। প্রথম ছয় ওভারে কোন ঝুঁকি নেন নি দুজন। দেখে শুনে খেলেই স্কোর বাড়িয়ে যাচ্ছেন তাঁরা।


বাংলাদেশ একাদশঃ 


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 


উইন্ডিজ একাদশঃ


রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, কাইরন পাওয়েল, দেবেন্দ্র বিশু, কিমো পল, ওশানে থমাস, কিমার রোচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball