বৈচিত্র্য এনে সফল মাশরাফিরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বোলিংয়ে বৈচিত্র্য এনে উইন্ডিজ ব্যাটসম্যানদের বিপক্ষে সফল হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহ বাকি বোলাররা উইন্ডিজ ব্যাটসম্যানদের বড় জুটি গড়তে দেয় নি।
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছে সফরকারীরা। শাই হোপের ৪৩ রানের সাথে রস্টন চেইজ ও কিমো পোলের ত্রিশ ছাড়ানো ইনিংসে মাঝারি স্কোর গড়তে সক্ষম হয় উইন্ডিজ।

বাংলাদেশ দল ফিল্ডিংয়ে বেশ কিছু সুযোগ হাতছাড়া করলেও শুরুর দিকে সাকিব-মিরাজের স্পিনের পর মিডেল ওভারে মাশরাফি ও শেষের দিকে মুস্তাফিজের বোলিংয়ে অল্প রানে থামতে বাধ্য হয় উইন্ডিজরা। মাশরাফি ও মুস্তাফিজ তিনটি করে উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংস শেষে জিটিভির সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, 'বোলিংয়ে বৈচিত্র্য আনায় আমাদের সাহায্য হয়েছে। বোলাররা ভালো জায়গায় বল করেছে, তাঁরা খুবই শৃঙ্খল ব্যাটিং করেছে। শেষ পাঁচ ওভার আমরা কিছু রান দিয়েছি।'
বাংলাদেশ দলের জন্য ১৯৬ রানের লক্ষ্য কঠিন হবে না বলে জানিয়েছেন মাশরাফি। উইকেটে সময় কাটালেই সহজ জয় সম্ভব বলে বিশ্বাস তাঁর। তাঁর ভাষায়, 'আমরা উইকেটে সময় কাটালে সহজেই জিততে পারবো।'