promotional_ad

বিদায় বেলায় ধোনির সমালোচনায় গম্ভীর

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে নিজের ক্যারিয়ারের অনেক অব্যক্ত কথা মিডিয়ার সামনে তুলে ধরছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।


যার অধীনে দুটো বিশ্বকাপ জিতেছেন সেই মহেন্দ্র সিং ধোনির একটি সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে'তে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন,


'২০১২ সালে অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজ খেলার সময়ে ধোনি বলেছিল যে সে তিনজনকে (শচীন, শেহবাগ ও গম্ভীর) একইসঙ্গে দলে নিয়ে খেলতে পারবে না, যেহেতু তাঁর লক্ষ্য ২০১৫ সালের বিশ্বকাপের দিকে ছিল। 

promotional_ad

'এতে অনেক মনঃক্ষুণ্ণ হয়েছিলাম। এটা আসলে যেকোনো ক্রিকেটারের জন্যই অনেক দুঃখের। আমি শুনিনি কাউকে ২০১২ সালে বলা হবে যে, তুমি ২০১৫ সালের বিশ্বকাপে খেলতে পারবে না।'


উল্লেখ্য, ২০১২ সালের অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া ভারতীয় দলে শচীন টেন্ডুলকার, বিরেন্দর শেহবাগ এবং গৌতম গম্ভীরের পাশাপাশি তখনকার তরুণ ক্রিকেটার ভিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মারা ছিলেন।


পুরো আসরে একাদশে একইসঙ্গে জায়গা পাননি শচীন, শেহবাগ এবং গম্ভীর। তখনকার তরুণদের সুযোগ করে দিতে যেকোনো দু'জনকে খেলতে হয়েছিল এক একটি ম্যাচে। ধোনি একাদশ থেকে বের করার কথা সিরিজের আগে জানায়নি উল্লেখ করে গম্ভীর বলেন,   


'আমি সবসময় ভেবেছিলাম বয়স শুধুই একটি সংখ্যা। আপনি যতক্ষণ রান করতে পারবেন এবং দলের বোঝা হবেন না ততক্ষন আপনি আরামেই খেলতে পারবেন; আমাদের সবসময় এমনটাই বলা হতো।

'অস্ট্রেলিয়াতে গিয়ে আমরা শুনেছিলাম যে আমরা তিনজন একইসঙ্গে খেলতে পারব না। অথচ আমরা তিনজনই খেলতে চেয়েছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball