কোহলিকে উত্যক্ত করায় ক্ষেপেছেন পন্টিং

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজ দেশের কিছু সমর্থকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। মূলত ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে উত্যক্ত করার কারণেই কিছু সমর্থকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
অ্যাডিলেড ওভালের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় অজি দর্শকরা কোহলিকে বেশ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। কিন্তু কিছু সমর্থক ভারতীয় অধিনায়ককে উদ্দেশ্য করে অবজ্ঞাসূচক ধ্বনিতে মুখরিত ছিলো, যা ভালো লাগেনি পন্টিংয়ের।

'এটা আমার একেবারেই ভালো লাগেনি। ইংল্যান্ডে যখন আমি খেলেছি তখন আমার সাথেও দুইবার এমন হয়েছিল; যদিও আমি তাতে উদ্বিগ্ন হইনি। খেলতে নামলে আপনার এগুলো সহ্য করতেই হবে।
'কিন্ত এমন কিছু আরো হোক, তা আমি চাই না। এটা করার মানে হচ্ছে কোহলিকে বাজেভাবে উত্যক্ত করা। খেলার মাঠে কিছু দর্শক সেটাই করেছে। খুব জঘন্য পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে।'
অস্ট্রেলিয়ার এক ক্রিকেট ওয়েবসাইটকে এমনটাই জানাচ্ছিলেন ৪৩ বছর বয়সী পন্টিং। বর্ডার-গাভাস্কার সিরিজের চলমান প্রথম টেস্ট ম্যাচে অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি কোহলি।
প্রথম ইনিংসে তিন রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসেও ৩৪ রানে বিদায় নিয়েছেন তিনি। যদিও ম্যাচে পরিষ্কার এগিয়ে আছে কোহলির দল ভারত। এরইমাঝে ১৬৬ রানের লিড নিয়েছে তাঁরা, হাতে আছে সাত উইকেট।