টসের সিদ্ধান্তে ঝুঁকি থাকছেইঃ মাশরাফি

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগে বরাবরের মতোই টস নিয়ে চিন্তিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মুদ্রা নিক্ষেপণে জিতলে কিছুটা ঝুঁকি নিয়েই সিদ্ধান্ত নিতে হবে, বলেছেন তিনি।
ব্যাটিং অথবা ফিল্ডিং- যেকোনো সিদ্ধান্ত নেওয়াটাই কিছুটা ঝুঁকি মাশরাফির কাছে। কেননা ডিউ ফ্যাক্টরের উপরে নির্ভর করছে অনেককিছু। ম্যাচের আগের দিন অধিনায়ক জানান,

'টসের সিদ্ধান্ত তো একটা নিতেই হবে। কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত হলে অবশ্যই ডিউটা কতটুকু কি পড়ছে, তার উপরই নিতে হবে। দিবারাত্রির ম্যাচে সবসময় এই ঝুঁকির অংশটা থাকেই। বিশেষ করে এই সময়টাতে, বাংলাদেশে ঝুঁকি থাকেই।
'হয়তোবা আপনাকে আন্দাজের উপরই নিতে হবে, ডিউ কতটুকু। যদি ব্যাটিং করেন আপনাকে কামনা করতে হবে আজকে যেন কম ডিউ পড়ে। আর টসে হেরে গিয়ে যদি বোলিং করেন সেক্ষেত্রে আপনাকে কামনা করতে হবে পরে যেন একটু ডিউ পড়ে। আসলে এটা বেশ কঠিন।'
এদিকে টসে জিতে যদি টাইগাররা ব্যাটিংও বেঁছে নেয়, তাহলেও অনেককিছুই নির্ভর করছে সেই ডিউ ফ্যাক্টরের উপর। কথা প্রসঙ্গে টাইগার অধিনায়ক আরও জানান,
'ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে আসলে কত রান আমরা করতে পারবো এটা নির্ভর করছে আমরা কেমন ব্যাটিং করি। তবে স্পষ্টতই এই উইকেটে যেটা হয় ২৬০ সাধারণত অনেক সময় নিরাপদ ধরা হয়।
'ডিউ পড়লে হয়তো সেটা আরও ২০-২৫ রান দরকার হয়। আর যদি শুরুতে ডিউ না থাকে ২৫০-৪০ তেও আপনারা দেখেছেন আমরা ম্যাচ জিতেছি।'