দক্ষিণাঞ্চলের মান বাঁচালেন আল আমিন-মেহেদী

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিশ্চিত ড্র'য়ের পথেই যাচ্ছিলো দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের ম্যাচ। ব্যতিক্রম হয়নি, শেষ পর্যন্ত ম্যাচটি ড্র'ই হয়েছে। শেষ দিনে ৬৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে দক্ষিণাঞ্চল।
অবশ্য উত্তরাঞ্চলের বোলারদের দাপটে বিপদে পড়তে যাচ্ছিলো দক্ষিণাঞ্চল। ১১৮ রানে পাঁচ উইকেট হারানো দক্ষিণাঞ্চলকে আর কোন বিপদে পড়তে দেননি মেহেদী হাসান এবং আল আমিন।
দুজনে মিলে গড়েছেন ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি। পাঁচটি চারে মেহেদী করেছেন ৬০* রান। সাতটি চার এবং একটি ছক্কায় ৭৫ রান করেছেন আল আমিন।
দিনের শেষ পর্যন্ত সেই পাঁচ উইকেটেই ২৪৮ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরুতেই শাহরিয়ার নাফিসের (০) উইকেট হারিয়েছিল দক্ষিণাঞ্চল।
এরপর দলীয় ৫৯ রানের মধ্যে আরও দুটি উইকেট হারিয়েছে তাঁরা। এক দিকে একাই লড়াই করে যাচ্ছিলেন ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। ১০৪ বল খেলে ছয়টি চারে করেছেন ৬৬ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৪ রানে থেমেছে উত্তরাঞ্চল। জুনায়েদ সিদ্দিকির দুর্দান্ত শতকে এই রান এসেছে তাঁদের। জুনায়েদের ১১২ রান ছাড়াও ৯০ রান করেছিলেন জিয়াউর রহমান। দক্ষিণাঞ্চলের হয়ে ছয় উইকেট নিয়েছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- উত্তরাঞ্চল (ফিল্ডিং)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৩২৯/১০
(রকিবুল ৭৯, মেহেদী ৬৩*, তুষার ৬২; সানজামুল ৫/৮৭)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৯৪/১০
(জুনায়েদ ১১২, জিয়াউর ৯০ ; রাজ্জাক- ৬/১২৬)
দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২৪৮/৫
(আল-আমিন ৭৫*, বিজয় ৬৬, মেহেদী ৬০*; এবাদত ২/২৭, রিশাদ ২/৬১)
ফলাফলঃ- ম্যাচ ড্র।
ম্যাচ সেরাঃ- জুনায়েদ সিদ্দিকি (উত্তরাঞ্চল)।
দক্ষিণাঞ্চল একাদশঃ
শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বি, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদী হাসান, দেলোয়ার হোসেন।
উত্তরাঞ্চল একাদশঃ
জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, রিশাদ হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, শুভাশিষ রায়, জিয়াউর রহমান।