promotional_ad

ক্রিকেটে ফিরতে চান 'নিষিদ্ধ' শ্রীশান্ত

শান্তাকুমারান শ্রীশান্ত, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক ভারতীয় পেসার শান্তাকুমারান শ্রীশান্ত।


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তী আপিলও করেন তিনি। কিন্তু এরপরও তাঁর শাস্তি বহাল রাখে ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় এই পেসারের আইনজীবী সালমান খুরশিদের মতে শ্রীশান্তকে আরেকটি সুযোগ দেয়া উচিৎ বোর্ডের। সুপ্রিম কোর্টের কাছে তিনি বক্তব্য রেখেছেন, 



promotional_ad

'আজীবন নিষেধাজ্ঞা আসলেই অনেক কঠিন। তাঁর বয়স এরই মধ্যে ৩৬ বছর। স্থানীয় ক্লাব ক্রিকেটেও সে খেলতে পারছে না।'


এরই মধ্যে ইংল্যান্ড থেকে খেলার অনেক প্রস্তাবও নাকি পেয়েছেন শ্রীশান্ত বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। তবে এই প্রস্তাব কিছুই ধোপে টিকবে না যদি না তাঁকে বিসিসিআই খেলার অনুমতি প্রদান করে। খুরশিদ বলেছেন, 


'সে (শ্রীশান্ত) ক্রিকেট খেলতে চায় এবং ইংল্যান্ড থেকে কিছু প্রস্তাবও পেয়েছে। কিন্তু এই প্রস্তাব কিছুই কাজে আসবে না যদি তাঁকে খেলার অনুমতি না দেয়া হয়।'  



উল্লেখ্য শ্রীশান্ত ছাড়াও ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও। তবে সম্প্রতি তাঁর শাস্তি উঠিয়ে নিয়েছে বিসিসিআই। সুতরাং শ্রীশান্তও আশা করছেন তাঁকেও ফেরার অনুমতি দেয়া হবে।  


ফিক্সিং কান্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার আগে ভারতের হয়ে ২৭টি টেস্ট খেলে ৮৭ উইকেট শিকার করেছিলেন শ্রীশান্ত। এছাড়াও ৫৩টি ওয়ানডেতে ৭৫ এবং ১০টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে তাঁর শিকার ৭ উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball