promotional_ad

বিদায়ী ম্যাচে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গম্ভীর

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বৃহস্পতিবারে শুরু হওয়া অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ম্যাচটিই নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ গৌতম গম্ভীরের। আর ফিরোজ শাহ কোটলায় দিল্লীর হয়ে মাঠে নামা গম্ভীর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে।


রঞ্জি ট্রফির এই ম্যাচটির দ্বিতীয় দিন শেষে ১৫৪ বলে আটটি চারে ৯২ রানে অপরাজিত আছেন গম্ভীর। প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের ৩৯০ রানের জবাবে তাঁর দলের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৯০ রান।



promotional_ad

কোন অঘটন না ঘটলে ম্যাচের তৃতীয় দিনেই সেঞ্চুরি পেয়ে যেতে পারেন ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজারের বেশি রান করা এই ক্রিকেটার।  


উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় এক টুইট বার্তায় সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গম্ভীর। অবসরের ঘোষণা দিয়ে গম্ভীর লিখেছিলেন, 


'সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। এই ভারাক্রান্ত হৃদয় নিয়েই আমি একটি ঘোষণা দিচ্ছি, যেটাকে আমি সারা জীবন ভয় পেয়েছি। ১৫ বছরের বেশি সময় দেশের হয়ে খেলার পর, আমি অসাধারণ এই খেলাটি থেকে অবসর নিচ্ছি।'



জাতীয় দলের হয়ে ২০১৬ সালে সবশেষ মাঠে নেমেছিলেন গম্ভীর। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার ভারতের পোশাকে ১৪৭টি ওয়ানডেতে ৩৯.৬৮ গড়ে করেছেন ৫,২৩৮ রান।


তাছাড়া, ৫৮টি টেস্ট ম্যাচ খেলে ৪১.৯৫ গড়ে ব্যাট হাতে করেছেন ৪,১৫৪ রান। নয়’টি টেস্ট সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ভারতের হয়ে ৩৭টি টি-টুয়েন্টি ম্যাচেও খেলেছেন গম্ভীর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball