promotional_ad

সিলেটের অধিনায়কত্ব সামলাবেন ওয়ার্নার

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নেতৃত্বে বদল হচ্ছে বিপিএলের দল সিলেট সিক্সার্সের। গত আসরে নাসির হোসেন দলটির নেতৃত্ব দিলেও আসন্ন বিপিএলে দলটির নেতৃত্ব দিবেন দলের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।


সিলেট সিক্সার্স দলের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ দেশের শীর্ষস্থানীয় এক দৈনিককে এমনটাই জানিয়েছেন। বল টেম্পারিং ঘটনায় জাতীয় দলে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া ওয়ার্নারের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সিলেট সিক্সার্স। 


'টি-টুয়েন্টিতে ওয়ার্নার ভীষণ কার্যকরী একজন খেলোয়াড়। শুধু অস্ট্রেলিয়া দলে খেলেন বলেই নয়, বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি টুর্নামেন্ট যেমন- সিপিএল-আইপিএল খেলার অভিজ্ঞতা আছে তাঁর। আইপিএলে তাঁর অধীনে সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৬ সালে। 



promotional_ad

'তাকে অধিনায়ক হিসেবে বেছে নিতে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে। বড় খেলোয়াড় বলেই নয়, তাঁর এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাইছি।'


উল্লেখ্য, গত বিপিএলে নাসিরের নেতৃত্বে সিলেটের শুরুটা ভালো হলেও পরে ছন্দ হারিয়েছে তাঁরা। শুরুতে টানা জিতলেও শেষ চারে উঠতে পারেনি দলটি। ওয়ার্নারের ছোঁয়ায় দলটি বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


'এবার বিপিএল এবার ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ডেভিড ওয়ার্নারের মতো একজন খেলোয়াড়কে যখন দলে ভেড়াতে পেরেছি, এখন তাঁর অভিজ্ঞতা ও সামর্থ্য আমরা কাজে লাগাতে চাই। আশা করছি এতে দল ভীষণ উপকৃত হবে।' 


সিলেট সিক্সার্স: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, ইবাদত হোসেন, অলক কাপালি, জাকের আলী, মেহেদী হাসান রানা, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন ও নিকোলাস পুরান।



সূত্রঃ- প্রথম আলো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball