অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ উইলিয়ামসনদের

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আবুধাবি টেস্টের শেষদিনে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য ছিল ২৮০ রানের, হাতে ৭৫ ওভার। নিশ্চিত ড্র'য়ের পথেই যেতে পারতো এই ম্যাচ। কিন্তু প্রতিপক্ষ পাকিস্তান বলেই হয়তো নাস্তানাবুদ করার সুযোগ হাতছাড়া করেনি কিউই বোলাররা।
ম্যাচটিতে আনপ্রেডিক্টেবল পাকিস্তান হেরেছে ১২৩ রানে; সাথে সিরিজও হেরেছে ১-২ ব্যবধানে। অপরদিকে ব্যাট হাতে দুই ইনিংসে চমৎকার ইনিংস খেলার পরে দারুণ অধিনায়কত্বতে কিউইদের জিতিয়েছেন কেন উইলিয়ামসন।
২৮০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আসা যাওয়ার মধ্যে ছিল পাকিস্তানীরা। ৫৫ রানেই দলটি হারিয়েছে পাঁচ উইকেট। এরপরে বাবর আজম এবং অধিনায়ক সরফরাজ খান বড় জুটি গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি।
ব্যক্তিগত ২৮ রানে ফিরেছেন পাক অধিনায়ক। এরপরে বিলাল আসিফের সঙ্গে ম্যাচে ফেরার চেষ্টায় ছিলেন বাবর। কিন্তু কিউই বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ম্যাচে ফেরা হয়নি তাঁদের।
৫৬.১ ওভারেই ১৫৬ রানে অলআউট হয়েছে তাঁরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন বাবর। কিউইদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, আজাজ প্যাটেল ও উইলিয়াম সোমারভিলে।
এর আগে শেষ দিনের শুরুতে আর কোনো রান না করেই ফিরেছেন কেন উইলিয়ামসন (১৩৯)। ৯০ রানে অপরাজিত থাকা তাঁর আগের দিনের সঙ্গী হেনরি নিকলস এদিনে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন।

১২ টি চারে শেষ পর্যন্ত নিকলস অপরাজিত ছিলেন ১২৬ রানে। তাঁর ইনিংসের কল্যাণেই পাকিস্তানকে ২৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ইনিংস ঘোষণা করে কিউইরা। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ২৭৪/১০
(উইলিয়ামসন ৮৯, ওয়াটলিং ৭৭*, রাভাল ৪৫; বিলাল ৫/৬৫, ইয়াসির ৩/৭৫)
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ৩৪৮/১০
(আজহার ১৩৪, শফিক ১০৪; সোমারভিলে ৪/৭৫, ট্রেন্ট বোল্ট ২/৬৬)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ৩৫৩/৭ (ডিক্লেয়ার)
(উইলিয়ামসন ১৩৯, নিকলস ১২৬*; ইয়াসির ৪/১২৯)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ- ১৫৬/১০ (লক্ষ্য ২৮০)
(বাবর ৫১, সরফরাজ ২৮; সাউদি ৩/৪২, প্যাটেল ৩/৪২, সোমারভিলে ৩/৫২)
ফলাফলঃ- নিউজিল্যান্ড ১২৩ রানে জয়ী।
ম্যাচ সেরাঃ- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।
সিরিজ সেরাঃ- ইয়াসির শাহ (পাকিস্তান)।
সিরিজঃ- তিন ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড ১-২ ব্যবধানে জয়ী।