promotional_ad

ফিঞ্চকে আরও পরিণত হতে হবেঃ পন্টিং

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্টে ভালো ওপেনার হতে হলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে আরও অনেক কাজ করতে হবে। টেস্ট মেজাজে ব্যাটিং করার জন্য নিজেকে আরও পরিণত করতে হবে, মনে করছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং।


অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসের তৃতীয় বলে ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়েছিলেন ডানহাতি ওপেনার ফিঞ্চ। যে শটটি একদমই টেস্ট ওপেনারের বৈশিষ্ট্য ছিল না বলে মনে করছেন অজি বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক।


বল নড়াচড়া করে এমন উইকেটে ওপেনিং পজিশনে খেলতে হলে আরও পরিণত হবে ফিঞ্চকে, জানিয়েছেন পন্টিং। 


promotional_ad

'আজকে সে ইনিংসের তৃতীয় বলে যে শটটি খেলেছিল তা একজন ভালো টেস্ট ওপেনারের বৈশিষ্ট্য ছিল না। এই উইকেটে নতুন বলে ব্যাটিং করা খুবই কঠিন এবং সে সেখানে শক্ত হাতে কাভার ড্রাইভ খেলতে গিয়েছে।


'মাঝে মাঝে এমন কিছু ঘটে কিন্তু তাঁকে আরও অনেক কাজ করতে হবে,' বলেছিলেন অজি সাবেক কাপ্তান পন্টিং।


এ বছরই পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্ট অভিষেক হয়েছিল ফিঞ্চের। অভিষেক সিরিজে কিছুটা সন্তোষজনক ছিল তাঁর ব্যাটিং। কিন্তু সেখানেও নতুন বলে ব্যাটিং করতে সমস্যা হয়েছিল ফিঞ্চের।


তাই বলে তাঁকে দিয়ে অস্ট্রেলিয়ান উইকেটেও ওপেন করানোর পক্ষে নন পন্টিং। ফিঞ্চকে টেস্ট মেজাজের ওপেনার হিসেবে বিবেচনা করতে পারছেন না সাবেক এই অধিনায়ক।


'আমি মনে করি সমস্যাটা তৈরি হয়েছে আরব আমিরাতে তাঁকে (অ্যারন ফিঞ্চ) ওপেনিংয়ের জন্য নির্বাচন করা থেকে। সেখানে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করা বিশ্বের অন্য জায়গাগুলোর তুলনায় সবচেয়ে সহজ। সেখানে সে ভালো করেছে বলে কি এখানেও তাঁকে ওপেনার হিসেবে নেয়া হবে?'


'আরব আমিরাতে সে কি করেছিল? সবাই জানে সেখানেও সে লাল বলের নড়াচড়ায় লড়াই করেছিল। এখানে আমাদের সিরিজ আছে এবং অ্যাশেজও বেশি দূরে নয়। বল সেখানে নড়াচড়া করবে, যখন আমরা ইংল্যান্ডে যাব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball