ভারতের দিনে মাথা তুলে দাঁড়ালেন হেড

ছবি: হেড ও স্টার্ক, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী ভারতের থেকে ৫৯ রানে পিছিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ৭ উইকেট হারিয়ে ১৯১ রান নিয়ে খেলা শেষ করেছে অজিরা।
এদিন ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড। দলের অন্য ব্যাটসম্যানেরা যেখানে ভারতীয় বোলারদের সামনে রান পেতে গলদঘর্ম হচ্ছিলো তখন ৬১ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছেন হেড।
হেডের দারুণ এই ইনিংসটির কল্যাণেই শেষ পর্যন্ত অলআউট না হয়ে দিন শেষ করতে সক্ষম হয়েছে স্বাগতিকরা। আগামীকাল মিচেল স্টার্কের সাথে আবারও ব্যাটিংয়ে নামবেন এই ২৪ বছর বয়সী ক্রিকেটার।
এদিকে হেড ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান এসেছে পিটার হ্যান্ডসকম্বের ব্যাট থেকে। আর উসমান খাওয়াজা এবং মার্কাস হ্যারিস যথাক্রমে ২৮ এবং ও ২৬ রান করেছেন। অজিদের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেয়ার পেছনে মূল কাজটি করেছিলেন স্পিনার রবিচন্দ্র অশ্বিন এবং দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা।
৩১ রান খরচায় শর্মা ২টি উইকেট নিয়েছেন। অপরদিকে বুমরাহ সমান সংখ্যক উইকেট নিতে রান গুনেছেন ৩৪। আর ৫০ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন স্পিন তারকা অশ্বিন।
এর আগে আজ সকালে ৯ উইকেটে ২৫০ রান নিয়ে খেলা শুরু করা ভারত স্কোরবোর্ডে কোনও রান তুলতেই অলআউট হয়ে গিয়েছিলো। শেষ উইকেট হিসেবে ৬ রানে আউট হয়েছিলেন মোহাম্মদ শামি।

গতকাল এই টেস্টের শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে ভারতীয়দের পক্ষে একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে ১২৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে দল আড়াইশ রানের কোটায় পৌঁছেছিলো।
প্যাট কামিন্সের ছোঁড়া থ্রোতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট না হলে হয়তো ইনিংস আরও লম্বা করতে পারটেন পূজারা। ভারতীয় এই ব্যাটসম্যান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে।
এছাড়াও রিশাভ পান্ট এবং রবিচন্দ্র অশ্বিন উভয়ই ৩৫ রান করেন। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক ভিরাট কোহলি। মাত্র ৩ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
ভারতীয় শিবিরে ধ্বস নামাতে পালাক্রমে অবদান রেখেছিলেন স্পিনার এবং পেসাররা। দুই পেসার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স ছাড়াও স্পিনার নাথান লায়ন প্রত্যেকেই ২টি উইকেট শিকার করেছেন। অপরদিকে ৩টি উইকেট পেয়েছেন আরেক পেসার জস হ্যাজেলউড।
ভারত একাদশঃ
মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), আজিংকা রাহানে, রোহিত শর্মা, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), রবিচন্দ্র অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া একাদশঃ
অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত (প্রথম ইনিংস): ২৫০/১০ (পূজারা- ১২৩, রোহিত- ৩৭) (কামিন্স- ২/৪৯, হ্যাজেলউড- ৩/৫২)
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) (দ্বিতীয় দিন শেষে): ১৯১/৭ (হেড- ৬১*, স্টার্ক-৮*) (অশ্বিন- ৩/৫০, শর্মা- ২/৩১)
টসঃ ভারত (ব্যাটিং)