শুরুতেই চাপের মুখে বাংলাদেশ

ছবি: ছবি- টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৩০/১ (১০ ওভার)
(জাকির- ১৪*, শান্ত- ৮*)
চলমান ইমার্জিং কাপে আরব আমিরাতের বিপক্ষে গতকাল নিজেদের প্রথম ম্যাচে ৯৭ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল। এবার দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নেমেছে তারা। হংকংয়ের বিপক্ষে করাচীর সাউদান্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান।

ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশঃ
হংকংয়ের বিপক্ষে ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করতে নেমে এরই মধ্যে বিপদে পড়তে হয়েছে বাংলাদেশকে। স্কোরবোর্ডে মাত্র ৯ রান তুলতেই ওপেনার মিজানুর রহমানের উইকেটটি খোয়াতে হয়েছে তাদের। ২৩ বছর বয়সী ডানহাতি পেসার ইহসান নেওয়াজের বলে উইকেটরক্ষক শহীদ আসিফের হাতে ধরা পড়েছেন মিজানুর (৮)।
এরপর ক্রিজে জাকির হাসানের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের হয়ে খেলা ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ২২ রান। শান্ত ৮ এবং জাকির ৭ রানে অপরাজিত আছেন।
উল্লেখ্য এর আগে আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯৭ রানে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে তাঁদের জয় পেতে হবে।
বাংলাদেশ ইমার্জিং একাদশঃ
মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানভির ইসলাম।
হংকং ইমার্জিং একাদশঃ
আইজাজ খান (অধিনায়ক), বাবর হায়াত, ইহসান খান, ইহসান নাওয়াজ, মোহাম্মদ গাজানফার, নিজাকাত খান, রাগ কাপুর, শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), তানভির আহমেদ, তানউইর আফজাল, ওয়াকাস খান।