বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ঠিক আগেই আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিলো বাংলাদেশের। সিরিজের তৃতীয় দল হিসেবে থাকার কথা ছিলো আফগানিস্তানের।
যদিও নিশ্চিত ছিলো না কিছু। এবার দেখা গেল আফগানিস্তান নয়; ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, আয়ারল্যান্ডের সঙ্গী উইন্ডিজ। ত্রিদেশীয় সিরিজটির সূচিও ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট ক্লাব।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে এবার মোট পাঁচটি টেস্ট খেলুড়ে দল যাবে। বাংলাদেশ, উইন্ডিজ ছাড়াও ইংল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী বিশ্বকাপে অংশ না নিলেও ফেব্রুয়ারি থেকে জুলাই পযর্ন্ত ব্যস্ত সময় পার করবে আইরিশরা।
ত্রিদেশীয় সিরিজের সূচিঃ-

তারিখ-> ম্যাচ, ভেন্যু
৫ই মে-> আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৭ই মে-> উইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৯ই মে-> আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব
১১ই মে-> আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব
১৩ই মে-> উইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব
১৫ই মে-> বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
১৭ই মে-> ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব