চতুর্থ দিনে শুধুই উইলিয়ামসন-নিকলস শ??

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবুধাবি টেস্টের চতুর্থ দিনটি কিউইদের করে নিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও হেনরি নিকলস। দু'জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ দিনের আগে বড় রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড।
আগের দিনে দুই উইকেট হারিয়ে ২৬ রান করা কিউইরা এদিনে থেমেছে চার উইকেট হারিয়ে ২৭২ রান করে। উইলিয়ামসনের সেঞ্চুরিতে ইতিমধ্যেই ১৯৮ রানের বিশাল লিড পেয়েছে তাঁরা, হাতে আছে ছয়টি উইকেট।
চতুর্থ দিনের শুরুতে ইয়াসির শাহের বলে লেগ বিফোর হয়ে ফিরেছেন উইলিয়াম সোমারভিলে (৪)। চারটি চারে দুরন্ত গতিতে ১৪ বলে ২২ রান করা রস টেইলরকে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

চতুর্থ দিনে পাকিস্তান উল্লাস করেছে এই দু'বার। দিনের প্রায় পুরো সময়ে সতর্কতার সঙ্গে খেলেছেন উইলিয়ামসন এবং নিকলস। ১৩ টি চারে ২৮২ বলে উইলিয়ামসন করেছেন অপরাজিত ১৩৯ রান।
সঙ্গী নিকলসের সংগ্রহ আটটি চারে ৯০* রান। নিকলস খেলেছেন ২৪৩ টি বল! দু'জনে মিলে ২১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ম্যাচের বাকী একদিন। পাকিস্তান ব্যাটিংয়ে নামার পর কিউই বোলাররা জ্বলে উঠতে না পারলে নিশ্চিত ড্র'য়ের পথেই যাচ্ছে ম্যাচটি।
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ২৭৪/১০
(উইলিয়ামসন ৮৯, ওয়াটলিং ৭৭*, রাভাল ৪৫; বিলাল ৫/৬৫, ইয়াসির ৩/৭৫)
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ৩৪৮/১০
(আজহার ১৩৪, শফিক ১০৪; সোমারভিলে ৪/৭৫, ট্রেন্ট বোল্ট ২/৬৬)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ২৭২/৪
(উইলিয়ামসন ১৩৯*, নিকলস ৯০*; আফ্রিদি ২/৫৫, ইয়াসির ২/১০৭)
১৯৮ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড, হাতে আছে ছয়টি উইকেট।