শুরুটা ভালো হলে তিনশ রান ব্যাপার নাঃ সৌম্য

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিকেএসপিতে তামিম ইকবাল ও সৌম্য সরকারের দুর্দান্ত দুটি শতকে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৪১ ওভারের মধ্যেই তিনশ'র বেশি রান অতিক্রম করে জিতেছে টাইগাররা।
আর টপঅর্ডারের এমন পারফর্মেন্স অব্যাহত থাকলে আসন্ন ওয়ানডে সিরিজেও দলীয় সঞ্চয় তিনশ অতিক্রম করবে, মনে করছেন ম্যাচটিতে ৮৩ বলে ১০৩* রান করা সৌম্য সরকার।
'এই ধারবাহিকতা যদি সবাই ধরে রাখতে পারি কিংবা এই আত্মবিশ্বাসটি যদি সবার মধ্যে থাকে তাহলে তা সবাইকে সাহায্য করবে পরবর্তী ম্যাচগুলোর জন্য।

প্রস্তুতি ম্যাচে আমরা ৩০০ এর উপরে রান তাড়া করতে গিয়েছি, প্রায় আট-নয় ওভার বাকি ছিলো, এর মধ্যে আমরা ম্যাচটি শেষ করতে পেরেছি। তো মূল ম্যাচেও যদি আমরা এভাবে ভাল শুরু করতে পারি তাহলে ৩০০ রান কোন ব্যাপার হবে না। মানে সহজ হবে আরকি।'
এদিনে সেঞ্চুরি পেতে সৌম্য নিয়েছেন বাঁহাতি ওপেনার তামিমের দীক্ষা। ম্যাচ শেষে অকপটে স্বীকার করেছেন এমনটা। তবে বিশাল লক্ষ্য তাড়ায় উইকেটে টিকে থাকাই মূল লক্ষ্য ছিল সৌম্যের।
মূল ম্যাচেও উইকেটে সর্বোচ্চ সময় টিকে থাকতে চান তিনি। এক প্রশ্নের জবাবে বিকেএসপিতে সংবাদ মাধ্যমকে জানান,
'উইকেটে বেশীক্ষণ থাকার চেষ্টা করেছি। উইকেটে যতক্ষণ থাকতে পারব চেষ্টা করবো। তামিম ভাই যেমন একটি কথা বলেছিল উইকেটের ভেতরে। এই কথাটি হয়তো বাইরে ওনার কাছে পেতাম না।
'তো উইকেটে থেকে এই কথাগুলো শেখা সহজ। অথবা পরিস্থিতি বুঝে প্রতিপক্ষের বিপক্ষে খেলে যা করা যায় তা অনেক হেল্পফুল। আর আমি এখন চেষ্টা করছি উইকেটে বেশীক্ষণ থাকার। নিজের শট গুলো আত্মবিশ্বাস নিয়ে খেলার।'