promotional_ad

উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃহস্পতিবার (৬ই ডিসেম্বর) দিন শুরু হচ্ছে অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার ইমার্জিং এশিয়া কাপের আসর। আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ।


করাচিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনুরধ-২৩ দল।


বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এর পরের দিনই নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে সোহান-সৈকতরা। 



promotional_ad

তারপরে একদিন বিরতি দিয়ে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তাঁরা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ করাচিতে খেলবে বাংলাদেশ।


এদিকে অনূর্ধ্ব-২৩'র দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করছেন আসরে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পাওয়া দেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।


গত সোমবারেই তিনি বলেছেন, 'দল অনেক ভালো। আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার রয়েছে। যাদেরকে দলে রাখা হয়েছে তাঁরা সবাই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স করে আসছে। তাঁরা গত চার-পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে।


'নির্বাচকরা ভারসাম্যপূর্ণ দল সজিয়েছেন। আমি আমার দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকব যেটা আমাকে বোর্ড থেকে দেয়া হয়েছে। যদি কোন পরিকল্পনা অথবা টেকনিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করার প্রয়োজন হয় তাহলে আমি সেটাই করব।'



ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং মোহর শেখ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball