র??িবুল-তুষারে মান রক্ষা দক্ষিণাঞ্চলের

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে এই দিনে শুরুতে চাপে পড়লেও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ম্যাচে ফিরেছে দক্ষিণাঞ্চল।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানেই অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের উইকেট হারিয়েছিল তাঁরা। মাত্র ৮ রান তুলেই শুভাশিষ রায়ের বলে উইকেটরক্ষক ধীমান ঘোষের কাছে ক্যাচ তুলে দেন নাফিস।
এরপর খেলায় কিছুটা হাল ধরেন তিনে নামা ফাজলে মাহমুদ রাব্বি এবং এনামুল হক বিজয়। কিন্তু বেশীক্ষণ থাকা হয়নি বিজয়ের, ফিরেছেন ১৯ রান করে। সানজামুলের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন তিনি।
তাঁর বিদায়ের কিছুক্ষণ পরই ফিরেছেন সঙ্গী রাব্বি। সোহাগ গাজীর বলে লেগ বিফরের ফাঁদে পড়ে ৪৫ রানে ফিরেছেন তিনি। ৯৬ রানে তিন উইকেট হারানো দলটিকে পথ দেখিয়েছেন তুষার ইমরান এবং রকিবুল হাসান।

দুজনে মিলে গড়েছেন ১৪১ রানের জুটি। নয়টি চারে ৭৯ রান করে ফিরেছেন রকিবুল। থিতু হতে পারেননি আল-আমিনও। নাঈম ইসলামের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন।
বিজয়, রকিবুলের পরে ৬২ রান করা তুষারকে ফিরিয়েছেন সানজামুল। শেষ বিকেলে দ্রুত উইকেট পতনে দিনের শেষ পর্যন্ত বেশিদূর যেতে পারেনি দক্ষিণাঞ্চল।
২৩৭ রানে চার উইকেট হারানো দলটি দিন শেষ করেছে নয় উইকেটে ২৮০ রানে। উইকেটে আছেন মেহেদী হাসান (২৩*) এবং কামরুল ইসলাম রাব্বি (৪*)। সানজামুল নিয়েছেন চারটি উইকেট।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ- উত্তরাঞ্চল (ফিল্ডিং)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ- ২৮০/৯ (৯০ ওভার)
(রকিবুল ৭৯, তুষার ৬২; সানজামুল ৪/৬২)
দক্ষিণাঞ্চল একাদশঃ শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বি, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন।
উত্তরাঞ্চল একাদশঃ জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, রিশাদ হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, শুভাশিষ রায়, জিয়াউর রহমান।