অভিষেকের অপেক্ষায় মার্কাস হ্যারিস

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া। অধিনায়কের দায়িত্বটি পালন করবেন অস্ট্রেলিয়া টেস্ট দলের নিয়মিত অধিনায়ক টিম পেইন। সহ অধিনায়কের দায়িত্বটি দেয়া হয়েছে পেসার জস হ্যাজেলউডকে।
অ্যাডিলেড টেস্ট দিয়ে অভিষেক হতে যাচ্ছে ভিক্টোরিয়ান ওপেনার মার্কাস হ্যারিসের। বাঁহাতি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। ৬৮টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন তিনি।

৩৫.৪৯ গড়ে রান করেছেন ৪১৫৩। যেখানে ৯টি শতক এবং ১৭টি অর্ধশতক রয়েছে ২৬ বছর বয়সী এই ওপেনারের। এ বছর শেফিল্ড শিল্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যান।
দীর্ঘ ৮ মাস পর দলে ফিরেছেন ডানহাতি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার উসমান খাওয়াজা। কিন্তু দল থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ।
এদিকে তিন পেসার এবং এক স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে অজিরা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডরা নেতৃত্ব দিবেন পেস বোলিং আক্রমণ। আর অভিজ্ঞ নাথান লিয়ন থাকবেন স্পিন আক্রমণে।
অস্ট্রেলিয়া একাদশঃ
মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জস হ্যাজেলউড (সহ অধিনায়ক)