আগামীকাল স্টোকসদের শুনানি

বেন স্টোকস, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে মারামারির ঘটনায় কিছুদিন আগেই ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে নির্দোষ ঘোষণা করেছিল আদালত। তবে এরপরেও পুরোপুরি  নিষ্পত্তি হয়নি এই ঘটনার।


কেননা এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীন ডিসিপ্লিনারি কমিশনের (সিডিসি) শুনানির মুখোমুখি হতে হবে স্টোকসকে। তাঁর সাথে অভিযুক্ত ওপেনার অ্যালেক্স হেলসকেও উপস্থিত থাকতে হবে এখানে। আগামী ৫ এবং ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই শুনানি।


promotional_ad

মূলত ব্রিস্টলের সেই আলোচিত ঘটনাটিকে আরও গভীরভাবে খতিয়ে দেখার উদ্দেশ্যেই এই শুনানির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইসিবি। আর এই শুনানিতে হেলসের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে। 


তিন সদস্যের একটি প্যানেলের অধীনে অনুষ্ঠিতব্য শুনানিটিতে থাকছেন সাবেক ডার্বিশায়ার ব্যাটসম্যান এবং আইনজীবী টিম ও' গরম্যান, গ্লোচেস্টারশায়ারের হয়ে খেলা স্পিনার মাইক স্মিথ এবং ওয়ারউইকশায়ার কমিটির দীর্ঘ দিনের সদস্য এবং বিচারক ক্রিস টিকলে।


ধারণা করা যাচ্ছে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে চলতি সপ্তাহেই। আর আগামী শুক্রবারের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে সিডিসির পক্ষে থেকে বলে জানা গেছে।  


উল্লেখ্য এর আগে গত বছরের সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইট ক্লাবে মারামারির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন বেন স্টোকস এবং অ্যালেক্স হেলস। পরবর্তীতে জামিন পেলেও বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চলে তদন্ত।


পরবর্তীতে চলতি বছরের অগাস্টে নির্দোষ প্রমাণিত হন তিনি। এরপরও ইসিবির ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন তিনি। স্টোকসের সাথে অভিযুক্ত অ্যালেক্স হেলসও অপেক্ষায় আছেন চূড়ান্ত সিদ্ধান্তের।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball