সিডনিতে গ্রেপ্তার খাওয়াজার ভাই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা উসমান খাওয়াজার ভাই আরসালান খাওয়াজাকে গ্রেপ্তার করেছে সিডনি পুলিশ। জানা গেছে অস্ট্রেলিয়ার সিনিয়র কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছেন আরসালান, যে তালিকায় রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও। এই অভিযোগেই হাজতবন্ধি করা হয়েছে খাওয়াজার ভাইকে।
তবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাননা অজি বাঁহাতি ব্যাটসম্যান খাওয়াজা। মঙ্গলবার অনুশীলন চলাকালীন সময় এই খবর শুনেছেন তিনি। এরপর সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশের কাজ তাঁদেরকে করতে দেয়া উচিত।
‘আমি খুব বেশি কিছু বলতে চাই না। এ ব্যাপারটি সম্পূর্ণ পুলিশের হাতে। এই প্রক্রিয়াকে সম্মান জানাতেই আমার কোনো ধরনের মন্তব্য করাটা ঠিক হবে না। আমি শুধু বলবো যে, এই সময়ে আমার ও আমার পরিবারকে সম্মান করুন,' বলেছিলেন খাওয়াজা।

সিডনির পশ্চিমে প্যারামাট্টায় মঙ্গলবার (০৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে আরসালানকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাঁকে প্যারামাট্টায় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় কোর্টে আরসালানের জামিন চাওয়া হলেও তা নাকচ করা হয়েছে বলেও জানা যায়। মঙ্গলবার বিকালে ৩৯ বছর বয়সী আরসালানকে আলাদতে নেয়া হবে।
যাকে ঘিরে এই ঘটনার সূত্রপাত সেই ব্যক্তির সঙ্গে নারী সংক্রান্ত বিবাদে জড়ানোতে তাকে ফাসাতেই এই ফাঁদ পেতেছিলেন আরসালান। প্রথমে ভুলক্রমে আগস্টে এই অভিযোগে গ্রেফতার করা হয় মোহাম্মদ নিলার নিজামদীনকে। নিউ সাউথ ওয়েলসের পিএইচডির এই ছাত্রের সঙ্গে একটি নোটবুকও জব্দ করা হয়। তাতে হামলার নকশা ও বিস্তারিত ছিলো। যদিও এই নোটবুকের হাতের লেখার সঙ্গে তার হাতের লেখার কোনও মিল না থাকায় তাকে ছেড়ে দেয় পুলিশ।
ঘটনাক্রমে এমন বানোয়াট নথি তৈরির দায়ে গ্রেফতার করা হয় আরসালান খাজাকে। পরে জানা যায় ব্যক্তিগত আক্রোশের জেরেই এমনটি করেছেন আরসালান। এমন ঘটনায় পর নড়ে উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট