ইয়াসিরের দাপটের পর উইলিয়ামসন-ওয়েটলিংয়ের প্রতিরোধ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহর বোলিং ঘুর্ণিতে দলীয় ৭২ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। তবে সেখান থেকে কিউইদের লড়াইয়ে ফিরিয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসন ও বিজে ওয়েটলিং।
প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২২৯ রান। উইলিয়ামসন ৮৯ রান করে আউট হয়ে গেলেও নিউজিল্যান্ডের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন ওয়েটলিং।
টসে হেরে বোলিং করতে নামা পাকিস্তানকে উইকেটের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ষষ্ঠ ওভারেই পাকিস্তানের হয়ে অভিষিক্ত শাহীন আফ্রিদি টম ল্যাথামকে (৪) এলবিডাব্লিউ করে টেস্ট উইকেটের খাতা খোলেন।

শুরুর ওই ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছিল সফরকারীরা জিৎ রাভাল ও উইলিয়ামসনের ব্যাটে। এই দুজনে দ্বিতীয় উইকেটে ৪৬ রান যোগ করেছেন। এরপর ৪৫ রান করা রাভালকে ফেরানোর পর রানের খাতা খোলার আগে টেইলরকে আউট করেছেন ইয়াসির শাহ।
ষষ্ঠ উইকেটে ১০৪ রান যোগ করে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন উইলিয়ামসন ও ওয়েটলিং। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা উইলিয়ামস হাসান আলীর বলে ৮৯ রান করে আউট হন।
১৭৬ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারিতে। বল হাতে শেষ বিকেলে নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান কলিন ডি গ্র্যান্ডহোম (২০) ও টিম সাউদিকে (২) ফিরিয়ে ম্যাচের হাল নিজেদের দিকে নিয়ে নেন পাকিস্তানি পেসার বিলাল আসিফ।
বাকি সময়টা দেখে শুনে খেলে পাড়ি দিয়েছেন ওয়েটলিং ও সোমারভিলে। এই দুজনের জুটি অক্ষত আছে ২০ রানে। ওয়েটলিং ৪২ ও সোমারভিলে অপরাজিত আছেন ১২ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৯০ ওভারে ২২৯/৭ (উইলিয়ামসন ৮৯, রাভাল ৪৫, ওয়াটলিং ৪২*, গ্র্যান্ডহোম ২০; ইয়াসির ৩/৬২, বিলাল ২/৫৭)।