পাকিস্তানে পাইলটের ভয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিরাপত্তা ইস্যুতে বরাবরই বেশ ভয়ঙ্কর পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেটারদের বাসে হামলার পরে তো কোন দেশই চায়না সেখানে খেলতে। তারপরেও বেশ কয়েকবার কয়েকটি দল খেলছে পাকিস্তানে, পিএসএলের সুবাদে সেখানে খেলেছে আন্তর্জাতিক অনেক ক্রিকেটারও।
এবার সেই পাকিস্তানেই ইমার্জিং এশিয়া কাপে খেলবে অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ দল। তবে নিরাপত্তা ইস্যুতে খুব বেশি ভাবছেন না দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। যদিও ভয় আছে তাঁর মনেও। সোমবার দিন মিডিয়ার সামনে জানান,

'সত্যি বলতে পাকিস্তানে কিছু ঘটনা হতে আমি দেখেছি। এখানে আমারও ভয় আছে। কিন্তু আমরা জেনেছি পাকিস্তান সরকার আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। অংশগ্রহণকারী সব দলের জন্যই উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করবে তাঁরা।
'যেসব পাকিস্তানী ক্রিকেটার এদেশে বিপিএল, ডিপিএল বা অন্যান্য আসরে খেলতে আসে তাঁরাও আমাদের বলেছে যে সব জায়গায় এসব হামলা হয়না। আমাদের দেশ দল পাঠাচ্ছে, আমিও এর অংশ। আমাকে প্রতিনিধিত্ব করতে হবে।'
উল্লেখ্য, বাংলাদেশ দলের সঙ্গেও নিরাপত্তা দল যাচ্ছে পাকিস্তানে। বিষয়টি নিয়ে গত রবিবার গণমাধ্যমে কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
'এটা ঠিক যে এখানে নিরাপত্তাজনিত সমস্যা আছে। আমি নিজেও গিয়েছিলাম পাকিস্তানে। সেখানে আমরা নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয়নি যে কোনো সমস্যা হবে। তারপরও আমরা সতর্কতামূলক ব্যবস্থা নেব এবং সেখানে এমন লোকও পাঠানো হবে যারা নিরাপত্তার বিষয়ে অভিজ্ঞ।'
ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং মোহর শেখ।