সড়ক দুর্ঘটনার শিকার আসিফ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার (৩ই ডিসেম্বর) দিন সকালে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আসিফ। আসিফের সঙ্গে আহত হয়েছেন তাঁর স্ত্রী এবং দুই কন্না। এমন সংবাদ প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যম।
একটি সূত্রে তাঁরা জানিয়েছে, লাহোরের রাস্তায় নিজের গাড়িটিকে ফুটপাথের উপরে তুলে দিয়েছেন আসিফ। জানা যায়, অপর পাশ থেকে আসা নিয়ন্ত্রণহীন গাড়িটিকে এড়িয়ে যাওয়ার জন্যই এমনটা করেছেন তিনি।

দুর্ঘটনার পরে চারজনকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানে জানা যায়, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়নি চারজনের কারোরই। তবে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন তাঁরা।
উল্লেখ্য, স্পট ফিক্সিংয়ে বিতর্কিত আসিফ নিয়মিতই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। বল হাতে শেষ মৌসুমটিও ভাল কেটেছে তাঁর। লম্বা সময় ধরে অবশ্য জাতীয় দলে নেই তিনি।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ে ধরা খাওয়ার পরে জাতীয় দলে আর খেলার সুযোগ মেলেনি দেশের হয়ে মোট ২৩টি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং ১১টি টি-টুয়েন্টি খেলা এই পেসারের।