অভিষিক্তদের নিয়ে সন্তুষ্ট রোডস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা টেস্টে ১২ উইকেট এবং দুই টেস্ট মিলিয়ে ১৫ উইকেট নেওয়ার পরে সিরিজ শেষে বেশ আলোচিত হচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া সিরিজ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েও আলোচনা কম হচ্ছে না।
সমানতালে প্রশংসিত হচ্ছেন চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিং করা তাইজুল ইসলামও। সিরিজ শেষে ব্যাটসম্যানরাও আছেন স্পট লাইটের নিচে। সিরিজে টাইগারদের অভিষিক্ত দুই ক্রিকেটার সাদমান ইসলাম এবং নাঈম হাসানের পারফর্মেন্স অনেকটাই ঢাকা পড়েছে বাকিদের পারফর্মেন্সে।

আর এদের কথাই তাই আলাদা করে বলছেন দলের হেড কোচ স্টিভ রোডস। প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলার পরে অভিষিক্ত ইনিংসেই তাঁর করা ৭৬ রানের ইনিংসটি প্রশংসা করেছেন রোডস।
'আমরা যখন জিতি তখন লোকজন শুধু তারকাদের নিয়ে কথা বলে। কিন্তু সিরিজে আরও দুইজনের অভিষেক হয়েছে, যাদের মধ্যে সাদমানের ধৈর্যশীলতা দারুণ ছিল। উইকেটে সে ওটাই করেছে যা শেষ প্রস্তুতি ম্যাচেও দেখিয়েছিল। আশা করব টেস্ট ম্যাচের ইনিংসটি অনেক কিছুরই শুরু।'
উল্লেখ্য, চারটি চারে সাজানো সাদমান নিজের সেই ইনিংসে খেলেছিলেন ১৯৯ টি বল! এছাড়া চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত স্পিনার নাঈম হাসানেরও ভূয়সী প্রশংসা করেছেন রোডস। লোয়ার অর্ডারে নাঈমের ব্যাটিংও নজর কেড়েছে রোডসের।
'চট্টগ্রামে নাঈমের পাঁচ উইকেট ছিল চমৎকার। এরপরে সে হয়তো আর উইকেট পায়নি, কিন্তু দুর্দান্ত বোলিং করেছে অবশ্যই। তাঁর ফিল্ডিং করার সামর্থ্য বেশ ভাল। এমনকি ব্যাট হাতেও সে দুর্দান্ত সব পারফর্মেন্স উপহার দিয়ে চলেছে।'
সূত্রঃ প্রথম আলো