পাঁচ স্পিনারের লড়াই

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে প্রত্যাশিতই ছিল স্পিনারদের দাপট। আর ঠিক তেমনটিই হয়েছে। ঘরের মাঠে দাপট দেখিয়েছেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং সাকিব আল হাসানরা।
১৫টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ডান হাতি অফস্পিনার মিরাজ। সিরিজে ইনিংস এবং ম্যাচে সবচেয়ে ভাল বোলিং ফিগারও তাঁর। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মিরাজ নিয়েছেন ৫৮ রান খরচায় সাতটি উইকেট, যা ছিল ইনিংস সেরা ফিগার।
ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৯ রান খরচায় আরও পাঁচ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী মিরাজ। সবমিলিয়ে ঢাকা টেস্টে ১১৭ রান খরচায় ১২ টি উইকেট নিয়েছেন মিরাজ, যা সিরিজের ম্যাচ সেরা বোলিং।

দশটি উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে ২৬ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স তাইজুল ইসলাম। এরপরের স্থানেই আছেন সাকিব। ব্যাট হাতে প্রয়োজনীয় কিছু রান করার পাশাপাশি বল হাতে নয়টি উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও।
সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল করেছেন মিরাজ। চার ইনিংসে ৫৯ ওভার করে দিয়েছেন ২১১ রান। এদিকে দৃষ্টিনন্দন পারফর্মেন্স ছিল উইন্ডিজ স্পিনারদেরও। ঢাকা টেস্টে ইনিংসে হারায় টাইগার বোলারদের চেয়ে এক ইনিংস করে কম বল করতে হয়েছে তাঁদের।
আট উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার চতুর্থ স্থানে জোমেল ওয়ারিকেন। ২৬ বছর বয়সী এই বাঁহাতি অর্থোডক্স পুরো সিরিজে সবার চেয়ে বেশি বোলিং করেছেন (৭৫.৪ ওভার)।
বিস্ময়করভাবে তাঁর ইকোনমি রেটও সবার চেয়ে কম, মাত্র ২.৫৯; যেখানে সিরিজের সবার ইকোনমি রেট ছিল তিনের উপরে! সিরিজে সবচেয়ে বেশি মেইডেন ওভার (১৩ টি) করেছেন তিনি।
এছাড়া উইন্ডিজের অভিজ্ঞ স্পিনার দেবেন্দ্র বিশু নিয়েছেন সাত উইকেট; তালিকার পাঁচ নম্বরে আছেন তিনি।