promotional_ad

শীর্ষে হেটমায়ার, আছেন মাহমুদুল্লাহও

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। এছাড়া বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।


সিরিজে চার ইনিংসে ব্যাট করে ৫৫.৫০ গড়ে ২২২ রান করেছেন হেটমায়ার। সিরিজে সবচেয়ে বেশি ফিফটিও হাঁকিয়েছেন তিনি। তবে উল্লেখ করার বিষয় হচ্ছে তাঁর স্ট্রাইক রেট।


পুরো সিরিজে ১৫ টি ছক্কা হাঁকানো হেটমায়ারের স্ট্রাইক রেট ছিল একশ'র বেশি (১০৫.২১)! তাঁর চাইতে এক ইনিংস কম খেলে ৫৬.৬৬ গড়ে ১৭০ রান করেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।



promotional_ad

সিরিজের সর্বোচ্চ রানের ইনিংসটিও (১৩৬ রান) খেলেছেন মাহমুদুল্লাহ। ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন টাইগারদের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান মমিনুল হক (১৬১ রান)।


বাংলাদেশের হয়ে সিরিজের আরেকটি সেঞ্চুরিও (১২০ রানের ইনিংস) মমিনুলের দখলে। ঢাকা টেস্টটি ইনিংস ব্যবধানে জেতায় মমিনুলের মতো তিনটি ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসানও।


দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও রান করেছেন সিরিজ সেরা নির্বাচিত হওয়া এই অলরাউন্ডার। সিরিজে একটি ফিফটি যোগে তাঁর রান ১১৫। ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম অবস্থানে আছেন উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাওরিচ।


২৭ বছর বয়সী ডাওরিচের ব্যাট থেকে এসেছে একটি ফিফটিসহ ১০৮ রান। এছাড়া দুই টেস্টেই স্পিনিং উইকেটের খেলায় কোন ব্যাটসম্যানের রান তিন অঙ্কে পৌঁছায়নি। 



টাইগারদের হয়ে ঢাকা টেস্টে আরও দুটি ফিফটি হাঁকিয়েছেন পুরো সিরিজে এক ইনিংস ব্যাট করার সুযোগ পাওয়া সাদমান ইসলাম (৭৬ রান) এবং লিটন দাস (৫৪ রান)। সিরিজে বাংলাদেশীদের হয়ে সবচেয়ে বেশি চার মেরেছেন মমিনুল হক (১৪ টি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball