পাক-ভারত সিরিজ আয়োজন করতে চান পাপন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উপমহাদেশীয় দ্বৈরথে ক্রিকেটে সবচেয়ে বড় মাত্রাটি যোগ করেছে ভারত-পাকিস্তানের ম্যাচ। পাক-ভারতের ম্যাচ মানেই বাড়তি কিছু। কিন্তু দুই দেশের রাজনৈতিক কারণসহ বিভিন্ন কারণে দ্বিপাক্ষিক সিরিজগুলো এখন আর আয়োজন করাই হয় না।
এবার এই দুই দলের ম্যাচ আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছেন কিছুদিন আগেই এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক নিযুক্ত হওয়া নাজমুল হাসান পাপন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নবনিযুক্ত সভাপতি মিরপুরের হোম অফ ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে মিডিয়ার সামনে জানিয়েছেন,
'এখানে (এসিসির সভাপতি হিসেব পাক-ভারত ক্রিকেট সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা) মূলত দুটি জিনিস, প্রথম কথা হলো, আমি চাই খেলা খেলার জায়গায়ই থাকুক। ভারত-পাকিস্তান খেলা এখনও সবচেয়ে বেশি দেখে মানুষ। এই কথা চিন্তা করলে ওদের খেলা হওয়া উচিত।

'এছাড়া উপমহাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য ওদের খেলা হওয়া উচিত বলে মনে করি। আমাকে যদি বলেন, এটা হলো বড় একটা ইস্যু, যা নিয়ে আমরা আলোচনা করব। তবে ওদের খেলা হবে, এটা আমি নিশ্চিত। ভারতের বোর্ডও খেলতে চায়, খেলোয়াড়রাও চায়।'
উল্লেখ্য, শেষবার ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ মৌসুমে। সেবার ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হেরেছিল ভারত। এর আগে কয়েকবছর পরপর এই দুই দলের সিরিজ আয়োজিত হলেও আগামীতে কবে মুখোমুখি হবে এই দুই দল, সেটা সবারই অজানা।
এক্ষেত্রে বেশ বড় চ্যালেঞ্জটিই নিয়েছেন এসিসি এবং বিসিবি সভাপতি, বলাই যায়। তবে বহুল আলোচিত এই সিরিজ আয়োজনে সংশ্লিষ্টদের হাতেও সবকিছু নেই এমনটাও বলেছেন; 'কিছু ব্যাপার আছে, যা শুধু ক্রিকেট বোর্ডগুলো সমাধান করতে পারবে না।'